দিল্লি, 10 এপ্রিল : কোরোনা মোকাবিলায় বিভিন্ন সাধু-সন্ত ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাজকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী । আজ টুইটে নরেন্দ্র মোদি লেখেন, "মানুষের সেবায় ধর্মীয় প্রতিষ্ঠানে যাঁরা কাজ করছেন তাঁদের ভূমিকা এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ । এ পর্যন্ত তাঁরা যে পদক্ষেপ করেছে তা দৃষ্টান্তমূলক ।"
রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করা শেষ ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী সব রাজ্যের ক্ষেত্রেই কোরোনা মোকাবিলায় ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের কাজে লাগাতে বলেছিলেন । শুধুমাত্র রাজ্য স্তরে নয়, এলাকাভিত্তিতে এমনকী, থানা ভাগ করে তাঁদের কাজ করার আবেদন জানাতে বলেছিলেন । এবং মানুষের কাছে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিতে বলেছিলেন ।