পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা : ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের পদক্ষেপকে সাধুবাদ প্রধানমন্ত্রীর - news on corona

কোরোনা সচেতনায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের কাজকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

ছবি
ছবি

By

Published : Apr 10, 2020, 12:56 PM IST

দিল্লি, 10 এপ্রিল : কোরোনা মোকাবিলায় বিভিন্ন সাধু-সন্ত ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাজকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী । আজ টুইটে নরেন্দ্র মোদি লেখেন, "মানুষের সেবায় ধর্মীয় প্রতিষ্ঠানে যাঁরা কাজ করছেন তাঁদের ভূমিকা এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ । এ পর্যন্ত তাঁরা যে পদক্ষেপ করেছে তা দৃষ্টান্তমূলক ।"

রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করা শেষ ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী সব রাজ্যের ক্ষেত্রেই কোরোনা মোকাবিলায় ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের কাজে লাগাতে বলেছিলেন । শুধুমাত্র রাজ্য স্তরে নয়, এলাকাভিত্তিতে এমনকী, থানা ভাগ করে তাঁদের কাজ করার আবেদন জানাতে বলেছিলেন । এবং মানুষের কাছে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিতে বলেছিলেন ।

আর একথা শুনেই বিশ্ব হিন্দু পরিষদ হনুমান জয়ন্তীতে ও ইমামরা শব-এ-বরাতে মানুষকে ভিড় করার পরিবর্তে বাড়িতে থেকে প্রার্থনা করার পরামর্শ দেন । তার ফলও মেলে । প্রশাসনিক নির্দেশ না মানলেও ভক্তদের ধর্মগুরুর আহ্বানে সাড়া দিতে দেখা যায় ।

কিছুদিন আগেই দিল্লির নিজ়ামউদ্দিন এলাকায় তাবলিঘি জামাতের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কোরোনায় আক্রান্ত হয়েছে কয়েকশো জন । তাদের মধ্যে আজ অসমে মৃত্যু হয়েছে একজনের । আক্রান্তদের কোয়ারান্টাইনে রাখতেও সমস্যায় পড়তে হয়েছে প্রশাসনকে । নিজ়ামউদ্দিনের ঘটনাটি সামনে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন । ঘটনাকে ঘিরে পুরো দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় । যদিও ওই অনুষ্ঠানে যোগ দেওয়া ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ হয়েছে দ্রুত গতিতে ৷

ABOUT THE AUTHOR

...view details