পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পড়ুয়াদের সুবিধার্থে চ্যানেল লঞ্চের ঘোষণা অর্থমন্ত্রীর - আত্মনির্ভর ভারত

কোরোনার কারণে বন্ধ স্কুল-কলেজ ৷ অসুবিধেয় পড়েছে পড়ুয়ারা ৷ তাদের সুবিধার্থে চ্যানেল লঞ্চের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

E -learn
E -learn

By

Published : May 17, 2020, 4:06 PM IST

দিল্লি, 17মে : আর্থিক প্যাকেজের আজ পঞ্চম দফার ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । জোর দেন অনলাইন শিক্ষাব্যবস্থার উপর । তিনি জানান, এক একটি ক্লাসের জন্য এক একটি টেলিভিশন চ্যানেল লঞ্চ করা হবে । প্রধানমন্ত্রী ই-বিদ্যা কর্মসূচির অন্তর্গত এই পরিকল্পনা দ্রুত কার্যকর করা হবে ।

অর্থমন্ত্রী জানান, প্রত্যেক ক্লাসের জন্য এক একটি টেলিভিশন চ্যানেল লঞ্চ করা হবে । 100টি সেরা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ডিগ্রি কোর্স শুরু করার জন্য অনুমোদন দেওয়া হবে । তিনি পরিষ্কার করে দেন, ডিজিটাল লার্নিং বা ই-লার্নিংয়ের উপর বেশি জোর দেওয়া হবে ।

অর্থমন্ত্রী বলেন, “অনলাইন শিক্ষাব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী ই-বিদ্যা কর্মসূচি খুব শীঘ্রই লঞ্চ করা হবে । দীক্ষা পোর্টালে অনলাইন কনটেন্ট পাওয়া যাবে । প্রত্যেক ক্লাসের জন্য একটি করে চ্যানেল থাকবে । রেডিয়ো এবং কমিউনিটি রেডিয়োর ব্যবহার করা হবে ।”

শিক্ষামন্ত্রী জানান, যাঁরা ইন্টারনেট পরিষেবা পান না, তাঁদের কাছে পৌঁছে গিয়েছে DTH চ্যানেলগুলি । তিনটি চ্যানেল স্কুল শিক্ষা ব্যবস্থার জন্য । অন্য 12টি চ্যানেলও এর সঙ্গে যুক্ত হবে ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, কোরোনার কারণে যারা ক্লাসে যোগ দিতে পারেনি, তাদের সাহায্য করার জন্য এই কর্মসূচি ৷

ABOUT THE AUTHOR

...view details