দিল্লি , 11 জুলাই : লাদাখে ভারত-চিন সীমান্ত নিয়ে ফের একবার নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ তিনি জানান ,ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা কথা বলেই চলেছেন এবং জাতিকে বিভ্রান্ত করছেন ৷ এই বিষয়ে জাতীয় সুরক্ষা বা সীমান্তের সুরক্ষার কোনও খামতি তাদের দল কখনওই সমর্থন করবে না ৷ আজ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির ডাকা ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ তোলেন রাহুল গান্ধি ৷
কোরোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ সরকারের দিকে আঙুল তুলে তিনি বলেন কোরোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে যখন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহায়তা প্রয়োজন ছিল তখন সরকার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছিল ৷
এরপর প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন , " প্রধানমন্ত্রী চিন সম্পর্কে মিথ্যা কথা বলেই চলেছেন ৷ পাশাপাশি তিনি বলছেন এটি কোনও রাজনৈতিক ইশু নয় ৷ ভারতকে বা জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে এরকম কোনও কিছুকে সমর্থন করতে পারে না কংগ্রেস ৷ "
লাদাখে ভারত-চিন সীমান্তে 20 জওয়ানের শহিদ হওয়ার পর থেকে BJP-র বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রীকে 'সারেন্ডার' মোদি বলে কটাক্ষ করেছেন ৷
চিনের অনুপ্রবেশ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস ৷ বিশেষ করে যেদিন থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন , " কেউ সীমানায় প্রবেশ করেনি , আমাদের পোস্টও দখল হয়নি ৷ "