পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিন নিয়ে প্রধানমন্ত্রী ক্রমাগত মিথ্যা বলছেন , জাতিকে বিভ্রান্ত করছেন : রাহুল - প্রধানমন্ত্রী ক্রমাগত মিথ্যা বলছেন

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ সরকারের দিকে আঙুল তুলে তিনি বলেন কোরোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে যখন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহায়তা প্রয়োজন ছিল তখন সরকার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছিল ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি

By

Published : Jul 11, 2020, 7:33 PM IST

দিল্লি , 11 জুলাই : লাদাখে ভারত-চিন সীমান্ত নিয়ে ফের একবার নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ তিনি জানান ,ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা কথা বলেই চলেছেন এবং জাতিকে বিভ্রান্ত করছেন ৷ এই বিষয়ে জাতীয় সুরক্ষা বা সীমান্তের সুরক্ষার কোনও খামতি তাদের দল কখনওই সমর্থন করবে না ৷ আজ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির ডাকা ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ তোলেন রাহুল গান্ধি ৷

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ সরকারের দিকে আঙুল তুলে তিনি বলেন কোরোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে যখন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহায়তা প্রয়োজন ছিল তখন সরকার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছিল ৷

এরপর প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন , " প্রধানমন্ত্রী চিন সম্পর্কে মিথ্যা কথা বলেই চলেছেন ৷ পাশাপাশি তিনি বলছেন এটি কোনও রাজনৈতিক ইশু নয় ৷ ভারতকে বা জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে এরকম কোনও কিছুকে সমর্থন করতে পারে না কংগ্রেস ৷ "

লাদাখে ভারত-চিন সীমান্তে 20 জওয়ানের শহিদ হওয়ার পর থেকে BJP-র বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রীকে 'সারেন্ডার' মোদি বলে কটাক্ষ করেছেন ৷

চিনের অনুপ্রবেশ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস ৷ বিশেষ করে যেদিন থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন , " কেউ সীমানায় প্রবেশ করেনি , আমাদের পোস্টও দখল হয়নি ৷ "

নেপালের সঙ্গে সীমান্ত বিরোধের প্রসঙ্গে রাহুল গান্ধি বিদেশি নীতির সিদ্ধান্ত নিয়ে সরকারের সমালোচনাও করেছিলেন এবং বলেছিলেন, "জিনিসগুলি এমন লজ্জাজনক যে , আমাদের বন্ধুরাও আমাদের বিরুদ্ধাচারণ করছে ৷"

BJP এর আগে জানিয়েছিল যে , রাজীব গান্ধি ফাউন্ডেশন দিল্লির চিনা দূতাবাস থেকে অর্থ পেয়েছে । পি চিদম্বরম উল্লেখ করেছিলেন যে তহবিলগুলি FCRA আইনগুলির সঙ্গে অনুগত ছিল এবং ১৫ বছর আগে অনুদান এবং ২০২০ সালে চিনা আগ্রাসনের মধ্যে সংযোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ।

এছাড়া তিনি বিতর্কিত প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডকে উল্লেখ করেছেন , যা কোরোনা ভাইরাস সঙ্কট মোকাবিলায় প্রতিষ্ঠিত হয়েছিল ৷ কিন্তু CAG-র নিরীক্ষণের পরিধির বাইরে থেকে যায় ।

কেরালা মন্ত্রী শশী থারুর বলেন , চিন এবং কোরোনা ভাইরাসের প্রসঙ্গ নিয়ে আক্রমণ করে নেতৃত্ব বোধের পরিচয় দিচ্ছেন রাহুল গান্ধি ৷

কেরালার কে সুরেশ এবং এ কে অ্যান্টনি , তামিলনাড়ু থেকে মানিকম ঠাকুর এবং অসমের গৌরব গগৈয়ের মতো অনেকেই রাহুল গান্ধিকে কংগ্রেস সভাপতি পদে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details