পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরালা কন্যা দেবিকার সুরেলা কন্ঠে হিমাচলি গান শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী - কেরালা কন্যা দেবিকার সুরেলা কন্ঠে হিমাচলি গান শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

দেবিকা তিরুবনন্তপুরমের পাট্টমে কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী । সে এক ভারত, শ্রেষ্ঠ ভারত অনুষ্ঠানে গেয়েছিল গানটি । প্রধানমন্ত্রীর টুইটের প্রতিক্রিয়ায় এক টিভি নিউজ় চ্যানেলে দেবিকা বলেন, "বিশ্বাসই করতে পারছি না । আমি খুবই খুশি । আমি যখন গানটি গেয়েছিলাম কখনই আশা রাখিনি প্রধানমন্ত্রী স্বয়ং প্রশংসা করবেন ।"

Devika from Thiruvananthapuram
Devika from Thiruvananthapuram

By

Published : Oct 10, 2020, 6:41 PM IST

কোচি, 10 অক্টোবর : ইতিমধ্যে কেরালার একটি মেয়ের গাওয়া হিমাচলি গান ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । সেই গান শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও আবেগ ধরে রাখতে পারেননি । আজ টুইটারে তিনি প্রশংসা করেছেন মেয়েটির । নিজের টুইটার হ্যান্ডেলে নবম শ্রেণির ওই ছাত্রীটির ভিডিয়োর খবরটি শেয়ার করে তাঁর সুরেলা কন্ঠের প্রশংসা করেন ।

মনোরমা নিউজ় চ্যানেলে সম্প্রচারিত ওই ভিডিয়োটি টুইটারে শেয়ার করে প্রধানমন্ত্রী মালয়ালাম ভাষায় লেখেন, "আমি দেবিকার জন্যে গর্বিত । তাঁর সুরেলা গানে "এক ভারত, শ্রেষ্ঠ ভারত !" এর মর্ম জোরদার করেছে ।" হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ফেসবুকে ভিডিয়োটি শেয়ার করার পরদিন প্রধানমন্ত্রীর এই টুইট ।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর তিরুবনন্তপুরমের দেবিকার গাওয়া গান "চাম্বা কিতনি কি দূর" ফেসবুকে শেয়ার করে বলেন, "সে গান গেয়ে হিমাচল হৃদয় জিতে নিয়েছে ।"

দেবিকা তিরুবনন্তপুরমের পাট্টমে কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী । সে এক ভারত, শ্রেষ্ঠ ভারত অনুষ্ঠানে গেয়েছিল গানটি । প্রধানমন্ত্রীর টুইটের প্রতিক্রিয়ায় এক টিভি নিউজ় চ্যানেলে দেবিকা বলেন, "বিশ্বাসই করতে পারছি না । আমি খুবই খুশি । আমি যখন গানটি গেয়েছিলাম কখনই আশা রাখিনি প্রধানমন্ত্রী স্বয়ং প্রশংসা করবেন ।" গানটি উপভোগ করার জন্য প্রধানমন্ত্রীকে সে কৃতজ্ঞতা জানিয়েছেন ।

কেরালার সংস্কৃতি মন্ত্রী এ কে বালান টেলিফোন করে দেবিকাকে অভিনন্দন জানিয়েছেন । গতকাল ফেসবুক পোস্টে জয়রাম ঠাকুর জানান, কেরালার কন্যা দেবিকা তাঁর সুরেলা কণ্ঠে বিখ্যাত হিমাচালি গান গেয়ে তাঁর রাজ্যের গৌরব বৃদ্ধি করেছেন । দেবিকাকে হিমাচল দেখার জন্যও আমন্ত্রণ করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details