পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UAE-র সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন মোদি - আবুধাবি থেকে বাহরিনে যাবেন প্রধানমন্ত্রী ৷

ত্রিদেশীয় সফরে ফ্রান্স হয়ে গতকাল আবুধাবিতে পৌঁছান মোদি ৷ সফরকালে আবুধাবির প্রিন্স শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহিয়ানের সঙ্গে উভয় দেশের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি ৷ সেখানেই সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান "অর্ডার অফ জ়ায়েদ"-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী ৷

"অর্ডার অফ জ়ায়েদ"-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী

By

Published : Aug 24, 2019, 11:25 AM IST

Updated : Aug 24, 2019, 4:12 PM IST

দুবাই, 24 অগাস্ট : সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান "অর্ডার অফ জ়ায়েদ"-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকাল সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন তিনি ৷ আজ সেখানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন ৷

ত্রিদেশীয় সফরে ফ্রান্স হয়ে গতকাল আবুধাবিতে পৌঁছান মোদি ৷ সফরকালে আবুধাবির প্রিন্স শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহিয়ানের সঙ্গে উভয় দেশের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি ।

আবুধাবি থেকে বাহরিনে যাবেন প্রধানমন্ত্রী ৷ সেখানে রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে আলোচনায় বসবেন৷ পরে শ্রীনাথজির মন্দির পুনর্নির্মাণের আনুষ্ঠানিক সূচনাতেও অংশ নেবেন ৷ রবিবার G7 সামিটে যোগ দেবেন মোদি ৷ উল্লেখ্য, প্রথমবার বাহরিনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এই সফরে তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন ৷

Last Updated : Aug 24, 2019, 4:12 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details