পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিদম্বরমের আগাম জামিনের আবেদন অর্থহীন : সুপ্রিম কোর্ট - cbi

শীর্ষ আদালতে চিদম্বরমের পেশ করা আগাম জামিনের আবেদনটি অর্থহীন বলে জানালেন বিচারপতি ।

21 অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI

By

Published : Aug 26, 2019, 12:42 PM IST

দিল্লি, 26 অগাস্ট : প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতার আগাম জাামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট । চিদম্বরমকে উপযুক্ত আদালতে এই বিষয়ে আবেদন জানাতে বলেছে শীর্ষ আদালত । পাশাপাশি চিদম্বরমের শীর্ষ আদালতে পেশ করা আবেদনটি অর্থহীন বলেও উল্লেখ করেন বিচারপতি । কারণ INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে 21 অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI । এরপর আগাম জামিনের আবেদনের কোনও ভিত্তি নেই । সেই প্রসঙ্গে তখন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল আদালতকে জানান, আমার মক্কেলের মতপ্রকাশের অধিকার আছে । শীর্ষ আদালতের এই নির্দেশের পর চিদম্বরমের হেপাজত সংক্রান্ত সিদ্ধান্ত এখন CBI আদালতের অধীনে ।

এর আগে INX মিডিয়া মামলায় আগাম জামিন চেয়ে 20 অগাস্ট দিল্লি হাইকোর্টে আবেদন জানান চিদম্বরম । আবেদনে অসঙ্গতি রয়েছে জানিয়ে দিল্লি হাইকোর্টে সেই আবেদন খারিজ করে দেয় । এর কয়েক ঘণ্টা পরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল ।

21 অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে CBI

কপিল সিব্বল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি জানান আদালতে । এরপর শীর্ষ আদালতের রেজিস্ট্রার 21 অগাস্ট বিচারপতি এন ভি রমান্নার এজলাসে আবেদন পেশ করতে বলেন কপিলকে । পরে বিচারপতি রমান্না এই মামলা প্রধান বিচারপতি এজলাসে পাঠিয়ে দেন ।

INX মিডিয়া মামলাটির তদন্তের দায়িত্বে থাকা CBI সেইদিনই গ্রেপ্তার করে চিদম্বরমকে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details