দিল্লি, 25 জুলাই : এমভি রাওকে অতিরিক্ত DGP নিয়োগের ঝাড়খণ্ড সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি PIL দায়ের করা হয়েছে । তাতে বলা হয়েছে , স্থিতির সময়কাল ও সিনিয়রিটি সম্পর্কিত শীর্ষ আদালতের আদেশ লঙ্ঘন করেছে রাজ্য পুলিশ প্রধানরা।
দিল্লির 1987 ব্যাচের IPS অফিসার রাওকে বিশেষ ডিউটির (OSD) অফিসার হিসাবে স্থানান্তরিত করার পরে অতিরিক্ত DGP এর দায়িত্ব দেওয়া হয়েছিল।
গিরিহডহ জেলার বাসিন্দা এবং একজন সামাজিক কর্মী বলে দাবি করা প্রহ্লাদ নারায়ণ সিংয়ের দায়ের করা PIL বলেছে যে "ইনচার্জ DGP নিয়োগের বিষয়ে শীর্ষ আদালতের আদেশের অমান্য লঙ্ঘন করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা শুধু মাত্র তাদের রাজনৈতিক আগ্রহ মেটাচ্ছে। এই আবেদনে দাবি করা হয়েছে যে ঝাড়খণ্ড-ক্যাডারের IPS কর্মকর্তাদের সিনিয়রিটির ক্ষেত্রে চতুর্থ স্থানে থাকা রাও এরই মধ্যে DGP (ফায়ার সার্ভিসেস এবং হোম গার্ড) দায়িত্বে ছিলেন। অ্যাডভোকেট সংচিত গারগার মাধ্যমে দায়ের করা এই আবেদনে আরও বলা হয়েছে, চৌবেকে DGP পদে নিয়োগের 10 মাসের মধ্যে বদলি করা হয়েছিল এম ভি রাওকে সামঞ্জস্য করার জন্য।