মেঙ্গালুরু, 25 জানুয়ারি : প্লাস্টিকের ব্যবহারে বিশ্ব জুড়ে ক্ষতির পরিমাণ বেড়ে চলেছে ৷ বর্তমানে মানুষ এই প্লাস্টিক বন্ধের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ৷ চলছে দেশ জুড়ে প্রচার ৷ মেঙ্গালুরুর পরিবেশবিদ ও শিল্পী নীতিন ভাস খুঁজে বের করেছেন প্লাস্টিক ব্যবহারের একটি বিকল্প ৷
প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য শুধু প্লাস্টিককে পুনর্ব্যবহার করায় যথেষ্ট নয় ৷ এই সময়ে শুধু প্লাস্টিকের বিকল্প খুঁজে বের করা নয়, সেগুলিকে আমাদের জীবনে বাস্তবায়নও করতে হবে ৷
নীতিন ভাস প্লাস্টিকের বিকল্প হিসেবে অন্য উপাদান খুঁজে বের করেছেন ৷ আদিবাসীদের সহযোগিতায় তিনি পরিবেশবান্ধব কাঠের তৈরি ব্রাশকে সকলের সামনে নিয়ে এসেছেন ৷
অসমের আদিবাসীদের তৈরি কাঠের ব্রাশকে জনসমক্ষে আনলেন মেঙ্গালুরুর পরিবেশবিদ নীতিন বলেন, "প্রতিদিন লাখ লাখ মানুষ প্লাস্টিকের ব্রাশ ব্যবহার করেন ৷ যা পরিবেশের ক্ষতি করছে ৷ যথাযথ যত্ন নিলে যে কোনও কাঠের ব্রাশ প্লাস্টিকের ব্রাশের মতোই টেঁকসই হয় ৷ পরিবেশের ক্ষতি করবে না এমন কাঠের তৈরি ব্রাশের কথা সকলকে জানানোর জন্য আমি ভেবেছিলাম ৷ একইভাবে আমরা কাগজের তৈরি স্ট্র সকলের সামনে নিয়ে এসেছি ৷"
প্লাস্টিকের ব্যবহার বন্ধের জন্য ও একটি প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ তৈরির জন্য এটি উল্লেখযোগ্য পদক্ষেপ ৷