পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাসন ব্যাঙ্ক, প্লাস্টিকদূষণ রোধে যুগসালাই পৌরনিগমের প্রয়াস

37টি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে মিলিতভাবে যুগসালাই পৌরনিগমের তরফে তৈরি করা হয়েছে একটি বাসন ব্যাঙ্ক ৷ বিভিন্ন অনুষ্ঠানে খুব কম দামে স্টিলের বাসন ভাড়া দেওয়া হয় ৷

'utensil bank' to fight plastic pollution
বাসন ব্যাঙ্ক

By

Published : Jan 18, 2020, 9:38 AM IST

Updated : Jan 18, 2020, 9:57 AM IST

জামশেদপুর, 18 জানুয়ারি : বেশিরভাগ ক্ষেত্রেই উৎসব অনুষ্ঠানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা থার্মোকলের গ্লাস, প্লেট ব্যবহার করা হয় ৷ এই সব প্লাস্টিক বর্জ্য পরিবেশকে দূষণের জন্য দায়ি ৷ দেশজুড়ে প্লাস্টিকের ব্যবহার বন্ধের প্রয়াস অব্যাহত ৷ পৌর এলাকাকে প্লাস্টিকমুক্ত করতে সম্প্রতি পদক্ষেপ করেছে ঝাড়খণ্ডের যুগসালাই পৌরনিগম ৷

শুরুটা হয়েছিল ছোটোখাটো অনুষ্ঠানে (নিমন্ত্রিত অতিথির সংখ্যা 50 থেকে 100 জন ) পরীক্ষামূলকভাবে বাসন সরবরাহ দিয়ে ৷ 37টি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে মিলিতভাবে যুগসালাই পৌরনিগমের তরফে তৈরি করা হয়েছে একটি বাসন ব্যাঙ্ক ৷ বিভিন্ন অনুষ্ঠানে খুব কম দামে স্টিলের বাসন ভাড়া দেওয়া হয় ৷

এই প্রসঙ্গে পৌরনিগমের স্পেশাল অফিসার জে পি যাদব বলেন, "প্লাস্টিক দূষণ রোধে আমাদের এই উদ্যোগ ৷ ভবিষ্যতে পরিবেশকে স্বচ্ছ রাখতে এবং সুস্বাস্থ্যের জন্য প্রচার অভিযান শুরু করব ৷"

প্লাস্টিকদূষণ রোধে যুগসালাই পৌরনিগমের প্রয়াস

পৌরনিগমের সিটি মিশন ম্যানেজার গ্লানিশ মিনজ় বলেন, "আমরা 37 টি স্বনির্ভর গোষ্ঠী গঠন করেছি ৷ তারা প্লাস্টিকবিরোধী প্রচার অভিযানে কাজ করছে ৷ এর ফলে এলাকায় প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কমছে ৷ মহিলাদের আয়ের উৎস হিসেবেও কাজ করছে বাসন ব্যাঙ্ক ৷ যদি এই পরিকল্পনা সফল হয়, আমরা তাহলে বড় মাপের অনুষ্ঠানে বাসন ধার দেওয়া শুরু করব ৷ "

আমিষ ও নিরামিষের কথা মাথায় রেখে দু'টি পৃথক জায়গা রাখা হয়েছে বাসন ব্যাঙ্কে ৷ এই নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সুমন কুমারী বলেন, "অনুষ্ঠানে স্টিলের বাসন ব্যবহার করলে বাড়ি বলে মনে হয় ৷ এই উদ্যোগের ফলে আর্থিকভাবে উপকৃত হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা ৷ "

সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পৌরনিগমের তরফে একটি মোবাইল নম্বর ইশু করা হয়েছে ৷ পরিষেবা পেতে প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যায় ৷

Last Updated : Jan 18, 2020, 9:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details