পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুরুক্ষেত্রে প্লাস্টিকের কচ্ছপ, বার্তা প্লাস্টিক মুক্ত দেশ গড়ার - plastic story

কুরুক্ষেত্রের এক পড়ুয়া রীতু জানান, কচ্ছপ উভচর প্রাণী ৷ জলে ও স্থলে সাবলীল ৷ আয়ু প্রায় 300 বছরের কাছাকাছি ৷ কিন্তু প্লাস্টিক দূষণের প্রভাবে বর্তমানে তাদের গড় আয়ু অনেক কমে গেছে ৷ তাই কচ্ছপকেই তিনি বেছে নিয়েছেন মডেল হিসেবে ৷ তৈরি করেছেন ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ দিয়ে একটি কচ্ছপের মডেল, যা প্লাস্টিকের ব্যবহার বন্ধের বার্তাবাহী ৷

plastic turtle
প্লাস্টিকের তৈরি কচ্ছপ

By

Published : Jan 13, 2020, 7:47 AM IST

কুরুক্ষেত্র, 13 জানুয়ারি : প্লাস্টিকমুক্ত দেশ গড়ার বার্তা দিতে হরিয়ানার কুরুক্ষেত্রে ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ দিয়ে তৈরি করা হয়েছে একটি বৃহৎ কচ্ছপের মডেল ৷ মোট 87 হাজার 297 টি ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়েছে ৷ কচ্ছপটি উচ্চতায় 6.6 ফুট এবং লম্বায় 23 ফুট ৷

সেখানকার এক পড়ুয়া রীতু NIC-র 100 জন যুবক-যুবতির সহযোগিতায় প্লাস্টিকের এই কচ্ছপটি বানিয়েছেন ৷ স্নাতক স্তরের পাঠ শেষে রীতু এনভারনমেন্টাল রিসার্চ নিয়ে নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েশন করেছেন ৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ এবং মানব স্বাস্থ্যে কীটনাশকের প্রভাব সংক্রান্ত একটি প্রকল্পের সঙ্গেও যুক্ত তিনি ৷

তাঁর বাবা ক্যানসার আক্রান্ত ছিলেন ৷ তিনি মারা গেছেন ৷ ক্যানসারের মত মারণ রোগের অন্যতম কারণ হল প্লাস্টিকের ব্যবহার ৷ তাই পরিবেশকে প্লাস্টিকমুক্ত করতে এবং মানুষকে সচেতন করতেই রীতুর এই প্রচার অভিযান ৷ তিনি জানান, "শুধু ভারত নয় সারা বিশ্বের সমস্যা প্লাস্টিক দূষণ ৷ তাই বিশ্ব জুড়ে মানুষকে সচেতন করতেই এই প্রয়াস ৷ "

ব্যবহৃত প্লাস্টিক ব্যাগ দিয়ে কুরুক্ষেত্রে তৈরি করা হয়েছে কচ্ছপের মডেল ৷ বার্তা প্লাস্টিকমুক্ত দেশ গড়ার

টিম রীতু শুধুমাত্র ব্যবহৃত প্লাস্টির ব্যাগ, পাতলা পলিথিন ব্যাগ ব্যবহার করেই কচ্ছপটি বানিয়েছে ৷ তাদের দাবি, ব্যবহৃত প্লাস্টিক দিয়ে তৈরি এ'টি সবচেয়ে বড় সাইজ়ের মডেল ৷ ইতিমধ্যেই বিশ্ব রেকর্ডের জন্য আবেদন জানিয়েছে তারা ৷

এর আগে 21 এপ্রিল 2012 সালে সিঙ্গাপুরে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি একটি অক্টোপাসের মডেল বিশ্ব রেকর্ড করেছিল ৷ এই কচ্ছপের মডেলটি তৈরি করা হয়েছে ওই রেকর্ড ভাঙার জন্য ৷ সেইসঙ্গে প্লাস্টিকের ব্যবহার বন্ধের বার্তা দিতে ৷

কিন্তু কেন কচ্ছপকেই বেছে নিলেন রীতু ? তাঁর উত্তর, কচ্ছপ উভচর প্রাণী ৷ জলে ও স্থলে সাবলীল ৷ আয়ু প্রায় 300 বছরের কাছাকাছি ৷ কিন্তু প্লাস্টিক দূষণের প্রভাবে বর্তমানে তাদের গড় আয়ু অনেক কমে গেছে ৷ তাঁর কথায়, "প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এড়ানো মানুষ বা স্থলজ, জলজ প্রাণী কারও পক্ষেই সম্ভব নয় ৷ "

ABOUT THE AUTHOR

...view details