পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইটের পরিবর্তে প্লাস্টিক বোতলে তৈরি হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র - প্লাস্টিক বোতল দিয়ে তৈরি হচ্ছে অঙ্গনওয়ারি কেন্দ্র

অসমের মাজুলি জেলা প্লাস্টিক বর্জ্য পদার্থ থেকে পরিবেশকে রক্ষা করতে দিশা দেখাচ্ছে। এখানে প্রায় 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বোতল কাজে লাগানো হচ্ছে । ইটের পরিবর্তে প্লাস্টিক বোতল দিয়ে তৈরি হচ্ছে এইসব কেন্দ্র ।

plastic bottles replace bricks for construction anganwadi centre
প্লাস্টিক বোতল দিয়ে তৈরি হচ্ছে অঙ্গনওয়ারি কেন্দ্র

By

Published : Jan 28, 2020, 7:39 AM IST

Updated : Jan 28, 2020, 11:44 AM IST

মাজুলি (অসম) , 28 জানুয়ারি : প্লাস্টিক বর্জ্য পদার্থ থেকে পরিবেশকে রক্ষা করতে অসমের মাজুলি জেলা দিশা দেখাচ্ছে । মাজুলি জেলায় শিশুদের দেখভালের জন্য তৈরি হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র । এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ইটের পরিবর্তে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা হচ্ছে ।

প্লাস্টিকমুক্ত ভারতের স্বপ্ন দেখছে মাজুলি

শিশুদের দেখভালের জন্য মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করতে ইটের পরিবর্তে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বোতলকে কাজে লাগানো হচ্ছে । জেলাশাসক বিক্রম কেরি এই বিষয়ে প্রধান উদ্যোগী হয়েছেন । মাজুলিতে এই ধরনের কাজ শুরু করার আগে তিনি মার্ধরিটায় তা প্রথম শুরু করেন । সেখানে প্লাস্টিক বর্জ্য দিয়ে জেনারেটর রাখবার জন্য তিনি একটি শেড নির্মাণ করেন । এই ধরনের কাজ তিনি প্রথম দেখতে পান ফিলিপিন্স ও আফ্রিকার বিভিন্ন দেশে । দক্ষিণ আফ্রিকাতেও তিনি এ'ধরনের কাজ দেখেন । বিক্রম কেরি বলেন, "কর্নাটক সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে । অসমেও এই ধরনের কাজ করা যায় কি না ভাবছিলাম ৷ " শেষমেশ মাজুলি জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরিতে তিনি প্লাস্টিক বোতল ব্যবহার শুরু করেন । এই কাজে মোট 20 হাজার প্লাস্টিক বোতল ব্যবহৃত হয়েছে ।

প্লাস্টিক বোতল ব্যবহারের পর ফেলে না দিয়ে ভালো কাজে ব্যবহার করা যায়

অসমের কাকোরিকাটা পবানা গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরিতে 80 হাজার টাকা লাগবে । এই প্রজেক্ট শুরুর প্রথম ধাপে 45টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ হবে । মাজুলির বাসিন্দারা এই কাজে সহায়তা করতে এগিয়ে এসেছেন । এখানকার এক বাসিন্দা বলেন, " প্লাস্টিক ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়ার পরিবর্তে যদি তা একত্রিত করে ভালো কাজে ব্যবহার করা যায় তা অনেক ভালো হবে । এর ফলে পরিবেশ রক্ষা করা সম্ভব । তাছাড়া এর ফলে নির্মাণকাজেও অনেক সহযোগিতা হয় ।"

অঙ্গনওয়াড়ি তৈরির কাজের জন্য একবার ব্যবহার যোগ্য প্রায় লক্ষাধিক প্লাস্টিক বোতলের প্রয়োজন । এ'ধরনের প্লাস্টিক বোতল সংগ্রহের কাজে মহিলাদের নিযোগ করা হয়েছে । এই কাজের জন্য মহিলাদের আর্থিক সহযোগিত করা হচ্ছে ।

Last Updated : Jan 28, 2020, 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details