মাজুলি (অসম) , 28 জানুয়ারি : প্লাস্টিক বর্জ্য পদার্থ থেকে পরিবেশকে রক্ষা করতে অসমের মাজুলি জেলা দিশা দেখাচ্ছে । মাজুলি জেলায় শিশুদের দেখভালের জন্য তৈরি হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র । এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ইটের পরিবর্তে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা হচ্ছে ।
শিশুদের দেখভালের জন্য মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করতে ইটের পরিবর্তে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বোতলকে কাজে লাগানো হচ্ছে । জেলাশাসক বিক্রম কেরি এই বিষয়ে প্রধান উদ্যোগী হয়েছেন । মাজুলিতে এই ধরনের কাজ শুরু করার আগে তিনি মার্ধরিটায় তা প্রথম শুরু করেন । সেখানে প্লাস্টিক বর্জ্য দিয়ে জেনারেটর রাখবার জন্য তিনি একটি শেড নির্মাণ করেন । এই ধরনের কাজ তিনি প্রথম দেখতে পান ফিলিপিন্স ও আফ্রিকার বিভিন্ন দেশে । দক্ষিণ আফ্রিকাতেও তিনি এ'ধরনের কাজ দেখেন । বিক্রম কেরি বলেন, "কর্নাটক সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে । অসমেও এই ধরনের কাজ করা যায় কি না ভাবছিলাম ৷ " শেষমেশ মাজুলি জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরিতে তিনি প্লাস্টিক বোতল ব্যবহার শুরু করেন । এই কাজে মোট 20 হাজার প্লাস্টিক বোতল ব্যবহৃত হয়েছে ।