পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অগাস্টের শেষেও লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই লাদাখে! - Indian army at Ladakh

দক্ষিণ প্যাংগং লেকের কাছে চিনা সেনা ও ভারতীয় বাহিনীর মধ্যে গুলি লড়াই চলে । ঘটনাটি অগাস্টের 29 থেকে 31 তারিখের মধ্যে ঘটেছে বলে দাবি সংবাদমাধ্যমের ।

India china relationship
India china relationship

By

Published : Sep 16, 2020, 3:15 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : অগাস্টের 29 থেকে 31 তারিখের মধ্যে ভারতীয় বাহিনী ও চিনা সেনার মধ্যে গুলি বিনিময় হয় । সম্প্রতি এমনই খবর প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে । সূত্রের খবর, লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ দিকে সংঘর্ষ হয় ।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, "দক্ষিণ প্যাংগং লেকের দিকে চিনা সেনা ও ভারতীয় বাহিনীর মধ্যে গুলির লড়াই হয়। ঘটনাটি অগাস্টের 29 থেকে 31 তারিখের মধ্যে ঘটেছে । "

সূত্রের খবর, লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ দিকে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেয় ভারতীয় সেনা । এরপরেই উত্তর দিকে লাল ফৌজের গতিবিধি নজরে আসে । সেপ্টেম্বরের 8 তারিখ ভারতীয় সীমানার কাছাকাছি চলে আসে লাল ফৌজ । সূত্রের খবর, এরপরই সীমান্তে ভারতীয় সেনার নজরদারি বাড়াতে থাকে । এমনকী অরুণাচল প্রদেশের বিপরীত দিকেও চিনা সেনার গতিবিধি নজরে পড়ে ভারতীয় জওয়ানদের । বর্তমানে ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী এই সমস্ত এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details