সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে মহাত্মা গান্ধির সার্ধশতবর্ষ ৷ ETV ভারতও সামিল হয়েছে এই উদযাপনে ৷ গান্ধিজির প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, যে পীর পরায়ি জানে রে, পর দুখে উপকার করে তো ইয়ে, মান অভিমান না আনে রে' ভজনের মাধ্যমে সারা দেশকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছিল ETV ভারতও ৷ সারা দেশের শিল্পীরা গলা মিলিয়েছেন সেই ভজনের সুরে ৷ ETV ভারতের সেই শ্রদ্ধার্ঘ্য রিটুইট করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, রেলমন্ত্রী পীযূষ গোয়ল-সহ বিশিষ্টরা ৷
উপরাষ্ট্রপতি তাঁর টুইটে ETV ভারতের এই উদ্যোগের প্রশংসা করে লিখেছেন, ভিডিয়োটির মাধ্যমে দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের ছবিটা ধরা পড়ছে ৷