পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গান্ধিজির সার্ধশতবর্ষে শান্তির লক্ষ্যে ETV ভারতের প্রচেষ্টাকে স্বাগত জানালেন বিশিষ্টরা

গান্ধিজির সার্ধশতবর্ষে ETV ভারতের শ্রদ্ধার্ঘ্য রিটুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷

ছবি

By

Published : Oct 1, 2019, 9:55 PM IST

Updated : Oct 2, 2019, 8:04 AM IST

সারা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে মহাত্মা গান্ধির সার্ধশতবর্ষ ৷ ETV ভারতও সামিল হয়েছে এই উদযাপনে ৷ গান্ধিজির প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, যে পীর পরায়ি জানে রে, পর দুখে উপকার করে তো ইয়ে, মান অভিমান না আনে রে' ভজনের মাধ্যমে সারা দেশকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছিল ETV ভারতও ৷ সারা দেশের শিল্পীরা গলা মিলিয়েছেন সেই ভজনের সুরে ৷ ETV ভারতের সেই শ্রদ্ধার্ঘ্য রিটুইট করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, রেলমন্ত্রী পীযূষ গোয়ল-সহ বিশিষ্টরা ৷

উপরাষ্ট্রপতি তাঁর টুইটে ETV ভারতের এই উদ্যোগের প্রশংসা করে লিখেছেন, ভিডিয়োটির মাধ্যমে দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের ছবিটা ধরা পড়ছে ৷

পীযূষ গোয়েল টুইট বার্তায় লেখেন, মহাত্মা গান্ধির প্রিয় ভজন বৈষ্ণব জন তো তেনে কহিয়ে ভজনকে দেশের শিল্পীরা সুর দিয়েছেন ৷ এই ভজন সমাজকে মহৎ বার্তা দেয় ৷ যা আজও দেশ ও সমাজের জন্য মহত্বপূর্ণ ৷

আপামর ভারতবাসীর মধ্যে যে মেলবন্ধন, দেশের প্রতি যে ভালোবাসা, পাশের মানুষের প্রতি যে অনুভূতি, 'বৈষ্ণব জন তো' ভজনটিতে ধরা পড়েছে সেই আবেগ ৷ আর সেই আবেগ একসুরে বেঁধেছেন দেশের নানা প্রান্তের প্রথিতযশা শিল্পীরা ৷ ETV ভারতের বিশেষ এই উদ্যোগে সামিল হয়ে সারা দেশের শিল্পীরা শ্রদ্ধা জানিয়েছেন মহাত্মাকে ৷ 'বৈষ্ণব জন তো'-র সুরে ৷

Last Updated : Oct 2, 2019, 8:04 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details