কোঝিকোড়, 20 অক্টোবর :সোনা পাচার মামলা থেকে বাঁচতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বহিষ্কৃত IT সচিব শিবশংকর একে অন্যকে সাহায্য করছেন৷ এমনই দাবি করল কংগ্রেস৷ সিনিয়র IAS অফিসার শিবশংকরকে প্রথমে তথ্য ও প্রযুক্তি সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরে তিনি বহিষ্কৃত হন সোনা পাচার মামলায় মূল অভিযুক্ত স্বপ্না সুরেশের সঙ্গে যোগ থাকার অভিযোগে৷
গতকাল সাংবাদিক বৈঠকে কেরালার বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা বলেন, "বিভিন্ন এজেন্সির জেরার মুখোমুখি হলেও এখনও শিবশংকরের ভূমিকার একবারও নিন্দা করেননি বিজয়ন৷ অথচ দুই মন্ত্রী, জি সুধাকরণ ও কাড়াকামপল্লী সুরেন্দ্রন প্রকাশ্যে শিবশংকরের কাজের নিন্দা করেছেন৷ যদিও বিজয়ন একটি শব্দও খরচ করেননি৷ আবার তদন্তকারী সংস্থাগুলির কাছে শিবশংকর যে বিবৃতি দিয়েছেন বলে জানতে পারা গিয়েছে সেখানে বিজয়ন সম্পর্কে একটি কথাও নেই৷ প্রথম দিকে যখন অভিযোগ উঠছিল তখন বিজয়ন তদন্তের নির্দেশ দেওয়ার কথা বলে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছিলেন৷ অথচ তদন্ত যখন ক্রমেই গভীরে যাচ্ছে, তখন এর উত্তাপ অনুভব করতে শুরু করেছেন বিজয়ন৷"