পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 27, 2021, 7:47 PM IST

ETV Bharat / bharat

কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ তকমা, জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

কৃষকদের সন্ত্রাসবাদী বলায় বিজেপি নেতা সম্বিত পাত্রের বিরুদ্ধে জনস্বার্থ মামলা৷ একই মামলায় অভিযুক্ত করার হল একটি সংবাদ চ্য়ানেলকেও৷ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করুক সিবিআই৷ এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এক আইনজীবী৷

NAT_SC TRACTOR RALLY_27012021_MAITRIE
কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ তকমা, জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, 27 জানুয়ারি:আন্দোলনরত কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলায় বিজেপি নেতা সম্বিত পাত্র এবং একটি সংবাদ চ্যানেলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা রুজু হল শীর্ষ আদালতে৷ মামলাকারীর আবেদন, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই যাতে অবিলম্বে এফআইআর করে, তার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট৷ সেইসঙ্গে, আগামী দিনে যাতে কোনও সংবাদমাধ্য়ম বা কেন্দ্রীয় সরকার কোনও প্রমাণ ছাড়াই কৃষকদের গায়ে সন্ত্রাসবাদীর তকমা সেঁটে দিতে না পারে, শীর্ষ আদালতকে তাও নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে ৷

মামলা দায়েরকারী এমএল শর্মা পেশায় একজন আইনজীবী৷ তাঁর আবদনের বয়ান পড়ে তিনি বলেন, ‘‘খালি হাতে থাকা কৃষকদের কখনই সন্ত্রাসবাদী বলে দেগে দেওয়া যায় না৷ এই অভিযোগ মিথ্য়ে এবং বেআইনি৷ যাঁরা এর পিছনে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইপিসি-র 182 এবং 211 নম্বর ধারা অনুসারে পদক্ষেপ করা যেতে পারে৷’’

শর্মার মতে, একটি ঘটনার উপর রং চড়িয়ে সেটিকে কারও পক্ষে বা বিপক্ষে নিয়ে যাওয়া উচিত নয়৷ ওই সংবাদ চ্য়ানেল সেটাই করেছে৷ যা ঠিক হয়নি৷ সংবাদমাধ্য়মে প্রকাশিত কোনও রিপোর্টে ব্য়ক্তিগত মতামত থাকাও উচিত নয়৷

আবেদনকারীর দাবি, সম্বিত পাত্র যেভাবে কৃষকদের সন্ত্রাসবাদী বলেছেন, তারজন্য তাঁর বিরুদ্ধে অবশ্য়ই এফআইআর ও মামলা হওয়া উচিত৷

আরও পড়ুন:দিল্লির হিংসায় ক্ষুব্ধ, বিক্ষোভ থেকে সরে দাঁড়াল 2 কৃষক সংগঠন

শর্মার আরও অভিযোগ, ট্রাক্টর মিছিলের অনুমতি থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু রুটে কৃষকদের ঢুকতে দেয়নি দিল্লি পুলিশ৷ তার জেরেই ব্য়ারিকেড সরাতে বাধ্য় হন কৃষকরা৷

ABOUT THE AUTHOR

...view details