দিল্লি, 9 জুন: দিল্লি সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের এক আইনজীবীর। দু দিন আগেই দিল্লি সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে, রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য শুধুমাত্র রাজধানীর প্রকৃত বাসিন্দাদের ভরতি নেওয়া হবে।
দিল্লি সরকারের নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা - COVID-19 scare
দিল্লি সরকারের নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলা দায়ের করলেন এক আইনজীবী।
দিল্লি সরকারের এই নির্দেশিকার বিরোধীতা করে আইনজীবী সার্থক চতুর্বেদী জনস্বার্থ মামলাটি দায়ের করেন। এপ্রসঙ্গে তিনি বলেন, সরকারের এই নির্দেশের মাধ্যমে দিল্লির বাসিন্দাদের সঙ্গে অন্য নাগরিকদের মধ্যে পক্ষপাতিত্ব তৈরি করা হচ্ছে। চতুর্বেদীর দাবি, অবিলম্বে এই নির্দেশ খারিজ করা হোক। পাশাপাশি প্রত্যেকে যাতে হাসপাতালে যাওয়ার সুযোগ সুবিধা পায় সেই দিকটিও দেখার আবেদন করেন তিনি।
এছাড়াও দিল্লি সরকারের তরফে কোরোনা পরীক্ষা করানোর বিষয়েও নতুন নির্দেশিকা দেওয়া হয়। কেবলমাত্র কোরোনা উপসর্গ দেখা যাচ্ছে ও যাঁদের শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছে এবং যাঁদের অনেক ঝুঁকি রয়েছে কেবলমাত্র তাঁদেরই পরীক্ষা করানো হবে বলে নির্দেশ দেওয়া হয় দিল্লি সরকারের তরফে। লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল দিল্লি সরকারের এই নির্দেশিকাও খারিজ করে দেন।