পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তামিলনাড়ুতে যুবতিকে গণধর্ষণ, গ্রেপ্তার 2 - তামিলনাড়ুর ভেলোরে গণধর্ষণ

তামিলনাড়ুর ভেলোরে যুবতিকে গণধর্ষণের অভিযোগ। তাঁর প্রেমিককেও মারধর করা হয়েছে ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

Gang-Raped at Vellore in Tamil Nadu
তামিলনাড়ুতে যুবতীকে গণধর্ষণ

By

Published : Jan 20, 2020, 12:08 PM IST

চেন্নাই, 20 জানুয়ারি : যুবতিকে গণধর্ষণের অভিযোগ ৷ শনিবার তামিলনাড়ুর ভেলোরে 24 বছর বয়সি যুবতিকে তিন ব্যক্তি গণধর্ষণ করে বলে অভিযোগ দায়ের করা হয়েছে । ওই যুবতির প্রেমিককে মারধরও করা হয়৷

ভেলোরের একটি পার্কে শনিবার সন্ধ্যার ঘটনা ৷ পুলিশ জানায়, যুবতিকে ধর্ষণ করা, তাঁর সঙ্গীকে মারধর করা ছাড়াও জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷

এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ৷ অপর একজনের খোঁজ চলছে ৷ ধৃতদের বয়স 18 বছর ৷ ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ ও ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

গড়ে প্রতি 15 মিনিটে একজন মহিলা ধর্ষণের শিকার হন এ দেশে । 2018 সালে কেন্দ্রের দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে এমনই ৷ স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুসারে, 2018 সালে 34,000টি ধর্ষণের ঘটনার অভিযোগ এসেছে ৷ এর মধ্যে 85 শতাংশের সামান্য বেশি ক্ষেত্রে অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে । মাত্র 27 শতাংশকে দোষী সাব্যস্ত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details