দিল্লি, 25 অগাস্ট : আজ দেশে অক্সফোর্ডের কোরোনা ভ্যাকসিন কোভিশিল্ড-এর দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হবে । পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার(SII) উদ্যোগে এই ভ্যাকসিনের প্রয়োগের সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে । ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজ এবং হাসপাতালে সুস্থ প্রাপ্তবয়স্কদের উপর এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে ।
ব্রিটিশ-সুইডিশ ফার্মা কম্পানি আস্ট্রাজ়েনেকার সঙ্গে মিলে কোরোনার ভ্যাকসিন তৈরি করছে সিরাম ইনস্টিটিউট । সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার অ্যাডিশনাল ডিরেক্টর প্রকাশকুমার সিং বলেন, "সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের তরফে আমরা সবরকম অনুমোদন পেয়েছি । আজ থেকে ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজ এবং হাসপাতালে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হচ্ছে ।"