দিল্লি, 5 ফেব্রুয়ারি : ভারতে জরুরি ভিত্তিতে কোরোনার টিকাকরণের আনুষ্ঠানিক অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ফাইজার ৷
সংস্থার এক মুখপাত্র এই প্রসঙ্গে জানান, ‘‘ভারতে জরুরি ভিত্তিতে টিকাকরণের যে অনুমতি দেওয়া হয়েছে, সেই বিষয়ে আলোচনার জন্য গত 3 ফেব্রুয়ারি একটি বৈঠক হয় ৷ সেখানে ভারতীয় ওষুধ নিয়ামক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা হয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির ৷ তার উপর ভিত্তি করেই আমাদের মনে হয়েছে, এই ব্যাপারে ভারতীয় ওষুধ নিয়ামক সংস্থার আরও কিছু তথ্য জানা দরকার ৷ এর জেরেই আপাতত ভারতে জরুরি ভিত্তিতে টিকাকরণের অনুমতি প্রত্য়াহার করে নেওয়া হবে৷’’