পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 6, 2020, 3:15 PM IST

ETV Bharat / bharat

অযোধ্যা রায় পুনর্বিবেচনার জন্য কিউরেটিভ পিটিশন দাখিল PFI-র

অযোধ্যায় রাম মন্দির-বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে একটি কিউরেটিভ পিটিশন দাখিল করল PFI ৷

Supreme court
সুপ্রিম কোর্ট

দিল্লি, 6 মার্চ: অযোধ্যা রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করল PFI (পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া) ৷

2019-এর 9 নভেম্বর এক দশক ধরে চলা অযোধ্যা মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট ৷ রায়ে বলা হয়, বিতর্কিত 2.77 একর জমি রাম মন্দির তৈরি করার জন্য এবং সুন্নি বোর্ডকে 5 একর জমি দেওয়া হবে মসজিদ তৈরির জন্য ৷ আর আজ কিউরেটিভ পিটিশন দাখিল করে PFI৷

তবে PFI প্রথম নয়, রায় ঘোষণার পরই পুনর্বিবেচনার জন্য পিটিশন দাখিল করেছিল অনেকে ৷ গত বছরের 13 ডিসেম্বর সব পিটিশন বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট ৷

1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয় ৷ তারপর থেকেই এই জমি নিয়ে মামলা চলছিল ৷

ABOUT THE AUTHOR

...view details