দিল্লি, 6 মার্চ: অযোধ্যা রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করল PFI (পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া) ৷
2019-এর 9 নভেম্বর এক দশক ধরে চলা অযোধ্যা মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট ৷ রায়ে বলা হয়, বিতর্কিত 2.77 একর জমি রাম মন্দির তৈরি করার জন্য এবং সুন্নি বোর্ডকে 5 একর জমি দেওয়া হবে মসজিদ তৈরির জন্য ৷ আর আজ কিউরেটিভ পিটিশন দাখিল করে PFI৷