দিল্লি, ১৮ জুন : ফের মহার্ঘ পেট্রল, ডিজ়েল । লকডাউন শিথিল হতেই এনিয়ে 12 দিন বাড়ল পেট্রল, ডিজ়েলের দাম । আজ লিটার প্রতি ডিজ়েলের দাম বেড়েছে 53 পয়সা এবং পেট্রলের দাম বেড়েছে 64 পয়সা । এই নিয়ে 12 দিনে পেট্রলের দাম বাড়ল 6.55 টাকা ও ডিজ়েলের দাম বাড়ল 7.04 টাকা।
12 দিনে পেট্রল 6.55 টাকা ও ডিজে়লের দাম বাড়ল 7 টাকা - petrol price hike
আজ ফের বাড়ল পেট্রল, ডিজ়েলের দাম। এই নিয়ে পর পর ১২ দিন বাড়ল জ্বালানির দাম। আজ ৫৩ পয়সা বেড়েছে পেট্রলের দাম ও ৬৪ পয়সা বেড়েছে ডিজে়লের দাম।
আজ দিল্লিতে পেট্রলের দাম 77.28 টাকা থেকে 77.81 টাকা হয়েছে। ডিজ়েলের দাম 75.79 টাকা থেকে 76.43 টাকা হয়েছে। কলকাতায় পেট্রলের দাম 79.59 টাকা ও ডিজ়েলের দাম 71.96 টাকা হয়েছে । মুম্বইয়ে পেট্রলের দাম 84.66 টাকা ও ডিজ়েলের দাম 74.93 টাকা । অন্যদিকে চেন্নাইয়ে পেট্রলের দাম 81.32 টাকা এবং ডিজ়েলের দাম বেড়ে হয়েছে 74.23 টাকা।
তেল সংস্থাগুলি সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং কর বৃদ্ধির ফলে জ্বালানির দাম বাড়ছে । 82 দিন পর 7 জুন থেকে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে পেট্রল-ডিজ়েলের দাম। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেও । ফলে জ্বালানির পাশাপাশি সব জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।