দিল্লি, 5 মে : লকডাউন উঠতেই রাজধানীতে বাড়ল জ্বালানির দাম । লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে 1.67 টাকা । দাম বেড়েছে ডিজ়েলেরও । লিটার প্রতি ডিজ়েলের দাম বেড়েছে 7.10 টাকা ।
রাজধানীতে বাড়ল পেট্রোল-ডিজ়েলের দাম - Lockdown 3
![রাজধানীতে বাড়ল পেট্রোল-ডিজ়েলের দাম Petrol Price Hike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7065351-thumbnail-3x2-petrol.jpg)
10:31 May 05
লকডাউন উঠতেই রাজধানীতে বাড়ল জ্বালানির দাম
আগে যেখানে 69.59 টাকায় প্রতি লিটার পেট্রোল মিলত, এখন সেখানে দিতে হবে 71.26 টাকা । দিল্লিতে এর আগে লিটার প্রতি ডিজ়েলের দাম ছিল 62.29 টাকা । বর্তমানে সেই দাম বেড়ে হয়েছে 69.39 টাকা প্রতি লিটার ।
লকডাউন শিথিল হতে না হতেই রাজধানীতে বাড়ল পেট্রোল ও ডিজ়েলের দাম । দিল্লি সরকার পেট্রোল ও ডিজ়েলের উপর নির্ধারিত VAT বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধি । পেট্রোলের উপর VAT 27 শতাংশ থেকে বাড়িয়ে 30 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি সরকার । অন্যদিকে ডিজ়েলের উপর VAT বেড়েছে প্রায় দ্বিগুণ । 16.75 শতাংশ থেকে VAT বাড়িয়ে করা হয়েছে 30 শতাংশ ।
গতকালই এক রিপোর্টে প্রকাশ করা হয়েছিল লকডাউনে পেট্রোজাত পণ্যের ব্যবহার কমেছে । এপ্রিলের 15 তারিখ পর্যন্ত 64 শতাংশ কমেছিল পেট্রোলের বিক্রি । এপ্রিলের শেষে গিয়ে বিক্রি কমার হার এসে দাঁড়িয়েছিল 61 শতাংশে । ডিজ়েলের বিক্রির হার এপ্রিলের 15 তারিখ পর্যন্ত কমেছিল 61 শতাংশ এবং এপ্রিলের শেষে 56.5 শতাংশ ।