দিল্লি, 22 নভেম্বর : ফের বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম ৷ লিটার প্রতি 8 পয়সা বাড়ল পেট্রলের দাম ৷ অন্যদিকে প্রতি লিটারে 19 পয়সা দাম বাড়ল ডিজ়েলের ৷ এই নিয়ে পরপর তিন দিন বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম ৷
দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম 81.38 টাকা থেকে বেড়ে হয়েছে 81.46 টাকা ৷ ডিজ়েলের দাম 70.88 টাকা থেকে বেড়ে হয়েছে 71.07 টাকা ৷
রাজ্য সরকারের মালিকাধীন তেল সংস্থাগুলি শুক্রবার থেকে বর্ধিত দামে তেল বিক্রি করছে ৷ শেষ তিন দিনে পেট্রলের দাম 40 পয়সা এবং ডিজ়েলের দাম 61 পয়সা বেড়েছে ৷ সেপ্টেম্বরের 22 তারিখ থেকে পেট্রলের দামে কোনও হেরফের হয়নি ৷ অন্যদিকে অক্টোবরের 2 তারিখ থেকে ডিজ়েলের দামও বাড়েনি বা কমেনি ৷
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বিদেশি মুদ্রার মূল্যের উপর প্রতিদিন তেলের দাম নির্ধারণ করে ৷ দেশে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর খুচরো বাজারে তেলের দামের অস্থিরতা এড়াতে তাঁরা এই হারগুলি মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে ৷