দিল্লি, 25 জুন : ফের বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম ৷ লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল 16 পয়সা ও ডিজ়েলের দাম বাড়ল 14 পয়সা ৷ এই নিয়ে টানা 19 দিন পেট্রেল ও ডিজ়েলের দাম বাড়ল ৷ আজ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হল 79.92 টাকা ৷ ডিজ়েলের দাম বেড়ে হয়েছে 80.02 টাকা ৷
চলতি মাসের 7 তারিখ থেকে বাড়তে শুরু করে পেট্রল - ডিজ়েলের দাম ৷ এই নিয়ে টানা 19 দিন দাম বাড়ল ৷ লকডাউনের মাঝে অপরিশোধিত তেলের দাম না বাড়লেও বাড়ছে জ্বালানি তেলের দাম ৷ গতকালই 48 পয়সা করে বেড়ে প্রতি লিটারে পেট্রল ও ডিজ়েলের দাম হয় যথাক্রমে 79.76 টাকা ও 79.88 টাকা ৷ এই প্রথম দেশে পেট্রলের দামের থেকে ডিজ়েলের দাম বেড়েছিল ৷