দিল্লি, 15 জুন : ফের বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম ৷ পেট্রলের দাম বাড়ল প্রতি লিটারে 48 পয়সা ও ডিজ়েলের 59 পয়সা ৷ এই নিয়ে পর পর ন'দিন পেট্রল-ডিজ়েলের দাম বাড়াল তেল কম্পানিগুলি । দেশে লকডাউন শিথিল হওয়ায় তেলের দাম বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । আগামীদিনে দাম আরও বাড়তে বলে আশঙ্কা করছেন তাঁরা ।
1 জুন থেকে দেশে শিথিল হয়েছে লকডাউন । ধীরে ধীরে খুলতে শুরু করেছে সরকারি- বেসরকারি অফিস । ফের পথে নেমেছে বাস, অটো, ট্যাক্সি বা অ্যাপ ক্যাব । তারপর থেকেই উর্ধ্বমূখী জ্বালানির দাম । 6 জুন থেকে প্রতিদিনই পেট্রল- ডিজ়েলের দাম বেড়েছে । গতকালই পেট্রলের দাম বেড়েছিল প্রতি লিটারে 62 পয়সা ৷ ডিজ়েলের দাম বেড়েছিল প্রতি লিটারে 64 পয়সা ৷ তার 24 ঘণ্টা পেরতে না পেরতেই ফের 48 পয়সা ও 59 পয়সা বাড়ল পেট্রল- ডিজ়েলের দাম ।