পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে আরও মহার্ঘ জ্বালানি

দেশে আরও মহার্ঘ জ্বালানি ৷ সাধারণতন্ত্র দিবসেও মূল্যবৃদ্ধির খাঁড়া৷ দেশজুড়ে ফের বাড়ল পেট্রল, ডিজ়েলের দাম ৷ এদিন প্রতি লিটার পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে 35 পয়সা করে৷ দিল্লিতে এক লিটার পেট্রলের দাম 86 টাকা 5 পয়সা এবং এক লিটার ডিজ়েলের দাম 76 টাকা 23 পয়সা৷

Petrol crosses Rs 86 mark in Delhi, diesel above Rs 83 in Mumbai
দেশে আরও মহার্ঘ্য় জ্বালানি

By

Published : Jan 26, 2021, 2:14 PM IST

দিল্লি, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসেও মূল্য়বৃদ্ধির খাঁড়া থেকে রেহাই নেই দেশবাসীর৷ মঙ্গলবার ফের বাড়ল পেট্রল, ডিজ়েলের দাম৷ রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ছাড়িয়ে গেল 86 টাকার গণ্ডি ৷ লিটার প্রতি ডিজ়েলের দামও বেড়ে 76 টাকা ছাড়িয়ে গেল৷ গত একবছরে সর্বাধিক বৃদ্ধি হল পেট্রল, ডিজ়েলের দামে৷

সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় এখন পেট্রল, ডিজ়েলের দাম স্থির হয় রোজের হিসাবে৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং বিদেশি মুদ্রার বিনিময় হারের উপর নির্ভর করেই ভারতের বাজারে তেলের দাম বাড়ে, কমে৷

রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির জারি করা বিজ্ঞপ্তি বলছে, এই দফায় পেট্রল এবং ডিজ়েল, দুইয়েরই দাম প্রতি লিটারে বেড়েছে 35 পয়সা করে৷ ফলে এদিন দিল্লিতে এক লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে 86 টাকা 5 পয়সা৷ মুম্বইতে দামের পরিমাণটা আরও বেশি৷ লিটার প্রতি 92 টাকা 62 পয়সা৷

অন্য়দিকে, রাজধানী শহরে এদিন প্রতি লিটার ডিজ়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে 76 টাকা 23 পয়সা৷ আর মুম্বইতে এক লিটার ডিজ়েল কিনতে খরচ করতে হচ্ছে 83 টাকা 3 পয়সা৷

ABOUT THE AUTHOR

...view details