দিল্লি, 26 জুন : টানা 20 দিন ৷ দিনের পর দিন বেড়েই চলেছে পেট্রল ও ডিজ়েলের দাম ৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম 21 পয়সা ও ডিজ়েলের দাম বাড়ল 17 পয়সা ৷ এই নিয়ে দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হল 80.13 টাকা ৷ ডিজ়েলের দাম বেড়ে হল 80.19 টাকা ৷
চলতি মাসের 7 তারিখ থেকে বাড়তে শুরু করেছে পেট্রল - ডিজ়েলের দাম ৷ এই নিয়ে টানা 20 দিন দাম বেড়েছে ৷ গত বুধবার পেট্রলের দামকেও ছাড়িয়ে যায় ডিজ়েলের দাম ৷ লকডাউনের মাঝে অপরিশোধিত তেলের দাম না বাড়লেও বেড়েছে জ্বালানি তেলের দাম ৷ গতকালই পেট্রল ও ডিজ়েলের দাম যথাক্রমে 16 পয়সা ও 14 পয়সা করে বাড়ে ৷ গতকাল পেট্রল ও ডিজ়েলের দাম ছিল যথাক্রমে 79.92 টাকা ও 80.02 টাকা ৷