পটনা, 28 জুলাই : কয়েকদিন আগেই দেশজুড়ে গণপিটুনির ঘটনার পরিসংখ্যান সহ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, অঞ্জন দত্ত, অনুপম রায়, মণিরত্নম, কেতন মেহেতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগলসহ 49 জন বিশিষ্ট । এবার তাঁদের বিরুদ্ধে বিহারের মুজফ্ফরপুর আদালতে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক অভিযোগে মামলার আবেদন করলেন এক আইনজীবী । সেই মামলার আবেদনে রাষ্ট্রদ্রোহিতার পাশাপাশি জাতীয় সংহতি নষ্ট ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগও করা হয়েছে ।
অপর্ণা সেনদের চিঠির পরই পালটা খোলা চিঠি লেখেন 62 জন বিশিষ্ট । তাঁদের মধ্যে ছিলেন কঙ্গনা রানাওয়াত, মধুর ভাণ্ডারকর, বিবেক অগ্নিহোত্রীরা । আর অপর্ণা সেনদের বিরুদ্ধে গতকাল দায়ের করা মামলাটিতে সাক্ষী হিসেবে কঙ্গনা রানাওয়াতদের নাম উল্লেখ করা হয়েছে ।