দিল্লি, 1 মে : "শহিদদের স্যালুট জানাই ৷ তাঁদের আত্মত্যাগ আমরা কখনও ভুলব না ৷ তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ অপরাধীরা নিস্তার পাবে না ৷"
মহারাষ্ট্রের গড়চিরোলিতে IED বিস্ফোরণের ঘটনায় আজ টুইট বার্তায় শোকপ্রকাশ করে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
অপরাধীরা নিস্তার পাবে না : মোদি - police van
মহারাষ্ট্রের গড়চিরোলিতে IED বিস্ফোরণের ঘটনায় আজ টুইট বার্তায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
![অপরাধীরা নিস্তার পাবে না : মোদি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3159070-thumbnail-3x2-modi.jpg)
ফাইল ফোটো
মহারাষ্ট্রের গড়চিরোলিতে পুলিশ ভ্যান যাওয়ার সময় IED বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা ৷ ঘটনায় 15 জন নিরাপত্তারক্ষী সহ মোট 16 জন শহিদ হয়েছেন ।
Last Updated : May 1, 2019, 3:55 PM IST