দিল্লি, 17 মার্চ: পুরুষ অফিসারদের মতোই সমান দক্ষতাসম্পন্ন মহিলা অফিসাররাও ৷ রায় ঘোষণা করে এমনই বলল সুপ্রিম কোর্ট ৷ ভারতীয় নৌবাহিনীতে মহিলা অফিসারদের জন্য স্থায়ী কমিশন গঠন করা হবে কি না, সেই বিষয়ে আজ রায় ঘোষণার কথা ছিল সুপ্রিম কোর্টের ৷
নৌবাহিনীর পুরুষ অফিসারদের মতোই দক্ষতা দেখাতে পারেন মহিলারা : সুপ্রিম কোর্ট - women officers
ভারতীয় নৌবাহিনীতে মহিলা কর্মী ও অফিসারদের জন্য গঠিত হবে স্থায়ী কমিশন ৷ আজ শুনানিতে এই রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট ৷
সুপ্রিম কোর্ট
আজ সুপ্রিম কোর্ট নৌবাহিনীতে মহিলা অফিসারদের জন্য স্থায়ী কমিশন গঠনের অনুমতি দেয় ৷ অনুমতি দিয়ে সুপ্রিম কোর্ট বলে, ‘‘পুরুষ অফিসারদের মতোই সমান দক্ষতায় মহিলা নৌ-কর্মীরাও নৌবাহিনী সামলাতে ও জাহাজ চালাতে সক্ষম ৷ এক্ষেত্রে কোনও বৈষম্য থাকা উচিত নয় ৷’’
এর আগে ভারতীয় নৌবাহিনীতে পুরুষ অফিসারদের জন্য কমিশন থাকলেও মহিলা কর্মীদের জন্য কোনও স্থায়ী কমিশন ছিল না ৷ আজকের সিদ্ধান্তের পর শীঘ্রই স্থায়ী কমিশন গঠন করা হবে ৷