দিল্লি, 29 নভেম্বর : লোকসভায় দাঁড়িয়ে BJP-কে নিশানা অধীররঞ্জন চৌধুরির । পশ্চিমবঙ্গের তিন উপনির্বাচনে BJP-র পরাজয়ের জন্য তাদের সন্ত্রাসের দিকেই আঙুল তুলেছেন লোকসভার কংগ্রেস নেতা । তাঁর দাবি, নাগরিকপঞ্জি ইশুতে গোটা দেশের মতো বাংলার মানুষের মনেও ভয়ের রাজত্ব কায়েম করেছে BJP । এটা তারই ফল ।
NRC-র ভয়ে BJP-র সঙ্গ ত্যাগ করেছে বাংলার মানুষ, লোকসভায় অধীর - Adhir Ranjan Chowdhury in parliament
লোকসভায় দাঁড়িয়ে NRC ইশুতে BJP কে আক্রমণ অধীররঞ্জন চৌধুরির । তাঁর দাবি, NRC বাংলার সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে । এরই সুযোগ নিয়েছে তৃণমূল । একারণেই তিন উপনির্বাচনে BJP-র পরাজয় হয়েছে ।
তিন বিধানসভা উপনির্বাচনে তৃণমূল ঝড়ের কাছে আটকে গেছে BJP । গেরুয়া শিবিরের এই হঠাৎ 'থমকে' যাওয়াকে NRC-র কারণ বলে মনে করছেন অনেকেই । গতকাল ফল প্রকাশের পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি-শাহর দিকে এই NRC ইশু তুলেই আক্রমণ করেছিলেন । এবার তা নিয়েই লোকসভায় সরব হল কংগ্রেস ।
কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরির দাবি, NRC বাংলার সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে । এরই সুযোগ নিয়েছে তৃণমূল । এর ফলে সহজেই ভোট বৈতরণী পেরিয়ে গেছে তারা। মমতা গতকালই বলেছিলেন NRC-র ভয় দেখিয়ে বাংলার মানুষকে আতঙ্কিত করা যাবে না । আজ সেই ইশুতে BJP-কে আক্রমণ অধীরের । তাঁর স্পষ্ট দাবি, যেভাবে সাধারণ মানুষকে দেশ ছাড়ার ভয় দেখাচ্ছে BJP, তার ফলই ভুগল তারা।