কলকাতা, 18 অগাস্ট : নিখোঁজ হওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠিক কী হয়েছিল, তা জানার অধিকার দেশবাসীর রয়েছে । টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
নেতাজির কী হয়েছিল তা জানার অধিকার আছে দেশবাসীর, টুইট মমতার - নেতাজি সুভাষ চন্দ্র বোস
নিখোঁজ হওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠিক কী হয়েছিল, তা জানার অধিকার মানুষের রয়েছে । টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
![নেতাজির কী হয়েছিল তা জানার অধিকার আছে দেশবাসীর, টুইট মমতার](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4166988-thumbnail-3x2-netaji.jpg)
নেতাজির অন্তর্ধান নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে । অনেকের মতে, 1945 সালের 18 অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে । কিন্তু, তাইওয়ান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, উল্লিখিত ওই দিনে সেখানে কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি । কয়েকজন গবেষকের বক্তব্য, গুমনামি বাবার ছদ্মবেশে উত্তরপ্রদেশের ফৈজ়াবাদে ছিলেন নেতাজি । অনেকে বলেন যে, তিনি রাশিয়ায় ছিলেন ।
আজ টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "আজকের দিনেই ১৯৪৫ সালে নেতাজি তাইওয়ানের তাইহোকু বিমানবন্দর থেকে নিখোঁজ হন। আমরা আজও জানি না এরপর কী হয়েছে। দেশমাতৃকার এই বীর সন্তানের বিষয়ে জানার অধিকার সকল দেশবাসীর আছে ।" 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার নেতাজি সম্পর্কিত 64টি ফাইল প্রকাশ্যে আনে । যা স্বরাষ্ট্র দপ্তরের কাছে রাখা ছিল ।