দিল্লি, 23 ফেব্রুয়ারি: ফের রাজধানীর বুকে CAA ও NRC-র বিরুদ্ধে জমায়েত ৷ শনিবার রাতে উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে প্রায় 500 মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। তাঁরা নাগরিকত্ব(সংশোধনী) আইন প্রত্য়াহারের দাবি তোলেন৷ প্রতিবাদকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা৷
জমায়েতের জেরে সিলামপুর থেকে মৌজপুর এবং যমুনা বিহার সংযোগকারী 66 নম্বর রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে৷ রাস্তা মুক্ত করার জন্য় অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে পুলিশ৷ সেইসময জমায়েতে থাকা বুশরা নামের এক মহিলা জানিয়ে দেন, CAA প্রত্য়াহার করা হয়নি৷ তাই তাঁরা ওই জায়গা ছেড়ে যাবেন না৷
সমাজকর্মী ফহিম বৈগ বলেন, "এনিয়ে সরকারের অবস্থান মানুষকে ক্ষুব্ধ করেছে ৷" তবে শামিম আহমেদ নামে স্থানীয় এক ধর্মগুরুকে আন্দোলনকারীদের বিক্ষোভ উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায় ৷
প্রতিবাদকারী মহিলারা "আজ়াদি" ও "জয় ভীম" স্লোগান তোলেন ৷ তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা এবং নীল রঙের ব্য়ান্ড। এদিকে বহু সংখ্য়ক মহিলার উপস্থিতির কথা মাথায় রেখে সেখানে মহিলা পুলিশ মোতায়েন করা হয় ৷
দু'মাসের বেশি সময় ধরে CAA ও NRC- র বিরুদ্ধে আন্দোলন চলছে শাহিনবাগেও ৷ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার জন্য সুপ্রিমকোর্ট মধ্যস্থতাকারী নিয়োগ করে ৷ দু'পক্ষের আলাপ-আলোচনায় মীমাংসা হতে সময় লেগে যায় প্রায় দু'মাস ৷ তাও পুরোপুরি মেটেনি সমস্যা ৷ 70 দিন পর দীর্ঘ বোঝাপড়া শেষে গতকাল শুধুমাত্র একটি রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা ৷ জামিয়া থেকে উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার ফরিদাবাদগামী পথটি খুলে দেওয়া হয় ৷ আর এরই মধ্যে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল জাফরাবাদের আন্দোলন ৷