বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের প্রস্তাব - MSME
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অবসর ভাতার প্রস্তাব করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । "প্রধানমন্ত্রী কর্মযোগী মন ধন প্রকল্প " এর অধীনে অবসর ভাতা পাবেন ব্যবসায়ীরা ।
দিল্লি ,5 জুলাই : GST চালু হওয়ার পর সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেটে। GSTর ধাক্কায় BJP-র থেকে মুখ ফিরিয়েছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী । দ্বিতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে তাঁদের ক্ষোভ প্রশমনে এবার দরাজ হস্ত কেন্দ্রীয় সরকার। 2019-20 বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন প্রকল্পের প্রস্তাব করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বছরে দেড় কোটির নীচে টার্ন ওভার (লভ্যংশ) থাকা 3 কোটি খুচরো ব্যবসায়ী ও দোকানদাররা এই সুবিধা পাবেন । তাঁদের জন্য প্রস্তাবিত হল নতুন প্রকল্প "প্রধানমন্ত্রী কর্মযোগী মন ধন প্রকল্প "। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের জন্য তৈরি হয়েছে নতুন প্ল্যাটফর্ম । GST তে নথিভুক্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের 2 শতাংশ সুদ লাঘব । বরাদ্দ হয়েছে 350 কোটি টাকা ।