দিল্লি, 7 ডিসেম্বর : মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভারত বনধ পালন করা হবে ৷ এমনটাই জানানো হয়েছে কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির তরফে ৷ কৃষকদের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে তাঁরা যে বনধ ডেকেছেন, তার আসল উদ্দেশ্য় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ৷ তবে, এর জন্য় সাধারণ মানুষের কোনও ক্ষতি হোক তা তাঁরা চান না ৷ যাতে সাধারণ মানুষ সময়ে অফিস-কাছারিতে পৌঁছাতে পারেন তার জন্য় এগারোটার পর থেকে শান্তিপূর্ণ আন্দোলনে নামবেন কৃষকরা ৷ এদিকে বিভিন্ন দল তাঁদের বনধকে সমর্থন জানালেও, কৃষকরা এবিষয়ে কোনও রাজনৈতিক দলের হস্তক্ষেপ চাইছেন না।
কৃষকদের ভারত বনধের জন্য় ইনস্টিটিউ অফ চার্টার্ড অ্য়াকাউনট্যান্টস অফ ইন্ডিয়া তাদের পরীক্ষা পিছিয়ে দিয়েছে ৷ 8 ডিসেম্বরের বদলে 13 ডিসেম্বর নেওয়া হবে পরীক্ষা ৷ যে অ্য়াডমিট কার্ড পরীক্ষার্থীদের ইশু করা হয়েছে, তাতেই পরীক্ষা হবে বলে জানিয়েছে ইনস্টিটিউ অফ চার্টার্ড অ্য়াকাউনট্যান্টস অফ ইন্ডিয়া ৷ এদিকে এশিয়ার বৃহত্তর পাইকারি বাজার আজাদপুর মান্ডির চেয়ারম্য়ান জানিয়েছেন, কৃষকদের বনধের কারণে দিল্লিতে সবজি, ফলের জোগানে ঘাটতি দেখা দেবে ৷ তবে শুধু দিল্লি নয়, মহারাষ্ট্রের ভাসি শস্য় মান্ডিও মঙ্গলবার বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে ৷ অন্য়দিকে, কৃষক সংগঠনগুলি দিল্লিতে জাতীয় সড়ক অবরোধ করবে বলে জানিয়েছে ৷ তারা রাজধানীতে প্রবেশের পথে পড়া টোলপ্লাজ়াগুলিতে অবরোধ করবে।