দিল্লি, 18 অক্টোবর : প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি ব্যবস্থা "গভীরভাবে বিঘ্নিত" হচ্ছে । আর খুব স্বাভাবিকভাবেই এটি ভারত ও চিনের সামগ্রিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে । জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।
প্রসঙ্গত, বিগত প্রায় মাস পাঁচেক ধরে পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা ও সংঘাতের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে । প্রকৃত নিয়ন্ত্রণরেখার উভয়দিকেই নিজেদের সেনা মোতায়েন করছে দিল্লি ও বেজিং । 50 হাজারেরও বেশি সেনা জওয়ান মোতায়েন রয়েছে সীমান্তের উভয় প্রান্তে । এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রীর এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ।
বিদেশমন্ত্রী তাঁর লেখা "দ্য ইন্ডিয়া ওয়ে" বই সংক্রান্ত একটি ওয়েবিনারে গতকাল বক্তব্য রাখেন । সেখানে বিগত তিন দশকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আলোচনা করতে গিয়ে বলেন, ভারত-চিন সীমান্ত বিষয়ক প্রশ্নটি অত্যন্ত জটিল ও কঠিন একটি সমস্যা ।