পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাল তিহার জেলে ফাঁসির মহড়া দেবেন পবন জল্লাদ - Delhi

1 ফেব্রুয়ারি নির্ভয়া কাণ্ডে চার দোষীর ফাঁসির হওয়ার কথা ৷ তার আগে আগামীকাল ফাঁসির মহড়া দেবেন পবন জল্লাদ ৷ তারই প্রস্তুতি তিহার জেলে ৷

পবন জল্লাদ
পবন জল্লাদ

By

Published : Jan 30, 2020, 5:46 PM IST

দিল্লি, 30 জানুয়ারি : আগামীকাল তিহার জেলে ফাঁসির মহড়া দেবেন পবন জল্লাদ ৷ আজ জেলের তরফে একথা জানানো হয় ৷

মিরাঠের বাসিন্দা পবন জল্লাদ ৷ ইতিমধ্যে তিনি তিহার জেলে এসে উপস্থিত হয়েছেন ৷ নির্ভয়া কাণ্ডের চার দোষীকে ফাঁসি দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকেই ৷

1 ফেব্রুয়ারি ফাঁসি হওয়ার কথা রয়েছে ৷ তাই তার আগে একবার ফাঁসির মহড়া দেবেন পবন ৷ আগামীকালের জন্য তারই প্রস্তুতি করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details