পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহিলা চিকিৎসকের শরীরে থুতু কোরোনা রোগীর ! - মহিলা চিকিৎসককে থুতু ছেটাল কোরোনা রোগীরা

পশ্চিম ত্রিপুরায় এক মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল কোরোনা রোগীদের বিরুদ্ধে ৷

harassed a woman doctor
মহিলা চিকিৎসককে হেনস্থা করল একদল কোরোনা রোগী

By

Published : Jul 28, 2020, 7:19 AM IST

আগরতলা,27 জুলাই : এক মহিলা চিকিৎসকের গায়ে থুতু ছেটানোর অভিযোগ উঠল কোরোনা রোগীদের বিরুদ্ধে ৷ ত্রিপুরার ঘটনা

গত শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলায় এই ঘটনাটি ঘটেছে ৷ হাসপাতালে আরও কোরোনা রোগী ভরতি করা নিয়ে ওই মহিলা চিকিৎসকের সঙ্গে কয়েকজন কোরোনা রোগীর গন্ডগোল হয় । সেই সময় কয়েকজন কোরোনা রোগী তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে ।

শুক্রবার পাঁচজন প্রসূতিকে নিয়ে সেখানে পৌঁছান ওই চিকিৎসক ৷ তিনি বলেন, যে পাঁচজনকে তিনি সেখানে নিয়ে যান তাঁদের ত্রিপুরা মেডিকেল কলেজে সিজ়ার হয়েছিল ৷ এরপর দেখা যায়, এই পাঁচ প্রসূতিই কোরোনায় আক্রান্ত ৷ এজন্য তাঁদের কোরোনা কেয়ার সেন্টারে নিয়ে আসেন তিনি ৷ কিন্তু সেখানে থাকা অন্য কোরোনা রোগীরা বলেন, এখানে আর কাউকে ভরতি করানো যাবে না ৷ এনিয়ে তাঁদের মধ্যে বচসা হয় । সেই সময় এক কোরোনা রোগী ওই চিকিৎসকের মাথায় থুতু ছিটিয়ে দেন ।

পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার(SP) মানিকলাল দাস বলেন," স্বাস্থ্য দপ্তর থেকে অভিযোগ জানানোর পর এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ CCTV ফুটেজ থেকে দুজনকে সনাক্ত করা হয়েছে ৷ আমরা অভিযুক্ত রোগীদের সুস্থ হওয়ার অপেক্ষা করছি ৷ সুস্থ হয়ে উঠলেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷"

স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ বলেন,"এই ধরনের ঘটনা কখনই মেনে নেওয়া হবে না ৷ আমাদের নিয়ম অনুযায়ী কোনও কোরোনা রোগী নিয়ম লঙ্ঘন করলে সুস্থ হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হবে ৷"

এক আধিকারিক বলেন, কোরোনা রোগীদের চিকিৎসার জন্য পশ্চিম ত্রিপুরার ওই কেন্দ্রে 300 শয্যার ব্যবস্থা আছে ৷ এর মধ্যে 270 জন রোগী ভরতি আছে ৷ ফলে সেখানে আরও পাঁচজনকে ভরতি করতে ওই চিকিৎসক সেখানে পৌঁছান ৷ ত্রিপুরার চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details