আগরতলা,27 জুলাই : এক মহিলা চিকিৎসকের গায়ে থুতু ছেটানোর অভিযোগ উঠল কোরোনা রোগীদের বিরুদ্ধে ৷ ত্রিপুরার ঘটনা
গত শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলায় এই ঘটনাটি ঘটেছে ৷ হাসপাতালে আরও কোরোনা রোগী ভরতি করা নিয়ে ওই মহিলা চিকিৎসকের সঙ্গে কয়েকজন কোরোনা রোগীর গন্ডগোল হয় । সেই সময় কয়েকজন কোরোনা রোগী তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে ।
শুক্রবার পাঁচজন প্রসূতিকে নিয়ে সেখানে পৌঁছান ওই চিকিৎসক ৷ তিনি বলেন, যে পাঁচজনকে তিনি সেখানে নিয়ে যান তাঁদের ত্রিপুরা মেডিকেল কলেজে সিজ়ার হয়েছিল ৷ এরপর দেখা যায়, এই পাঁচ প্রসূতিই কোরোনায় আক্রান্ত ৷ এজন্য তাঁদের কোরোনা কেয়ার সেন্টারে নিয়ে আসেন তিনি ৷ কিন্তু সেখানে থাকা অন্য কোরোনা রোগীরা বলেন, এখানে আর কাউকে ভরতি করানো যাবে না ৷ এনিয়ে তাঁদের মধ্যে বচসা হয় । সেই সময় এক কোরোনা রোগী ওই চিকিৎসকের মাথায় থুতু ছিটিয়ে দেন ।