পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরিযায়ী শ্রমিকদের অবস্থা দেখলে চোখে জল আসে : মাদ্রাজ হাইকোর্ট - human tragedy

কোর্টের এই মন্তব্যের পরই তামিলনাড়ু মুখ্যমন্ত্রী ইদাপ্পাদি কে পালানিস্বামী পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করেন, " প্রত্যেকে ক্যাম্পে থাকুন ৷ সরকারকে সাহায্য করতে দিন ৷ আমরা অন্যান্য রাজ্যের সঙ্গে কথা বলে ট্রেনের ব্যবস্থা করছি ৷ "

"pathetic condition of migrant labourers is nothing but a   human tragedy": Madras High Court On Migrant Crisis
" পরিযায়ী শ্রমিকদের অবস্থা হিউম্যান ট্র্যাজেডি ছাড়া কিছুই নয় " : মাদ্রাস হাইকোর্ট

By

Published : May 16, 2020, 6:36 PM IST

চেন্নাই , 16 মে : পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি একটি হিউম্যান ট্র্যাজেডি ছাড়া আর কিছুই নয় ৷ " লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার জন্য যে শোচনীয় অবস্থায় পড়েছেন ৷ সেই প্রেক্ষিতে আজ মাদ্রাজ হাইকোর্ট একথা বলে ৷ কেন্দ্র ও তামিলনাড়ু সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে মাদ্রাজ হাইকোর্ট জানায়, " পরিযায়ী শ্রমিকদের যত্ন নিতে হবে ৷ হাইকোর্ট নির্দেশ দেয় , সরকারের পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজ্য অনুযায়ী ডেটা বা পরিসংখ্যান তৈরি করতে হবে ৷ "

জাস্টিস এন কিরুবাকরণ ও আর হেমালাথা বলেন, " এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় ৷ পরিযায়ী শ্রমিকরা দিনের পর দিন বাড়ির ফেরার জন্য হেঁটে চলেছেন ৷ তাঁদের মধ্যে পথ দুর্ঘটনায় কয়েকজন মারাও গেছেন ৷ প্রত্যেক রাজ্যকে পরিযায়ী শ্রমিকদের জন্য পরিষেবা আরও বাড়াতে হবে ৷ " সম্প্রতি, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে 16 জন শ্রমিকের ট্রেন দুর্ঘটনার কথা উল্লেখ করে আদালত বলে, " পরিযায়ী শ্রমিকদের এই অবস্থা দেখলে চোখে জল ধরে রাখা মুশকিল ৷ এটা হিউম্যান ট্র্যাজেডি ছাড়া আর কিছু নয় ৷ "

কোর্টের এই মন্তব্যের পরই তামিলনাড়ু মুখ্যমন্ত্রী ইদাপ্পাদি কে পালানিস্বামী পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করেন, " প্রত্যেকে ক্যাম্পে থাকুন ৷ সরকারকে সাহায্য করতে দিন ৷ আমরা অন্যান্য রাজ্যের সঙ্গে কথা বলে ট্রেনের ব্যবস্থা করছি ৷ ততদিন ক্যাম্পে থাকুন ৷ আমরা ট্রেনের মূল্য ও যাতায়াতের খরচও ব্যয় করব ৷ "

তিনি জানান, " এখনও পর্যন্ত প্রায় 53 হাজার শ্রমিকদের বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে ৷ মাদ্রাজ হাইকোর্ট এর আগে অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করে ৷ এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্যকে 22 মে পর্যন্ত সময় দিয়েছে । মহারাষ্ট্রে আটকা পড়ে কয়েক শতাধিক তামিলনাড়ুর পরিযায়ী শ্রমিকদের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট ৷ "

হাইকোর্টের তরফে কেন্দ্রকে বলা হয়েছে , " পরিযায়ী শ্রমিকদের সঠিক তথ্য তৈরি করতে হবে ৷ শ্রমিকদের প্রত্যেককে বাড়ি পৌঁছে দিতে হবে ৷ জানতে হবে এখনও পর্যন্ত কতজন শ্রমিক মারা গেছেন ৷ মৃত শ্রমিকরা কোন রাজ্যের ৷ তাদের ক্ষতিপূরণ দিতে হবে ৷ বাকী শ্রমিকদের কীভাবে ট্রেনে পৌঁছানো হবে তার পরিকল্পনা জানাতে হবে ৷ কোরোনার জেরে আটকে পড়া কতজন শ্রমিকদের স্থানান্তর করা হয়েছে ৷ সব তথ্য জানাতে হবে আদালতকে ৷ "

পরিযায়ী শ্রমিকদের হেঁটে বাড়ি ফেরার বিষয়টি এর আগে সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় ৷ শীর্ষ আদালত বলে, " রাজ্যকে এবিষয়ে সীদ্ধান্ত নিতে হবে ৷ আদালত এব্যাপারে কেন শুনানি করবে বা সীদ্ধান্ত নেবে ৷ আদালতের পক্ষে কারা হেঁটে ফিরছে , কারা হেঁটে ফিরছে না , এই বিষয়টি দেখা কখনও সম্ভব নয় ৷ " দেশব্যাপী লকডাউন চলায় কর্মহীন হয়েছেন প্রায় কয়েক লাখ শ্রমিক ৷ তাদের মুখে খাবার নেই । মাথায় ছাদটুকু হারিয়েছে ৷ লকডাউনের জন্য গণপরিবহন বন্ধ থাকায় কয়েক'শ কিলোমিটার হেঁটে বাড়ি ফেরা ছাড়া কোনও উপায় ছিল না তাদের ৷ এই অবস্থায় অনেক শ্রমিক রাস্তাতেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৷ আজ সকালে উত্তরপ্রদেশের দুটি ট্রাকের ধাক্কায় 24 জন মারা গেছেন ৷ প্রায় 12 জন আহত হয়েছেন আওরাইয়া জেলায় । মধ্যপ্রদেশের অপর একটি দুর্ঘটনায় ট্রাকটি উলটে মারা গেছেন 6 জন ৷ 19 জন আহত হয়েছেন । আবার কেউ চড়া রোদে হেঁটে বা সাইকেল চালিয়ে মারা গেছেন । এখনও অনেকে জাতীয় সড়কের উপর দিয়ে হেঁটে চলেছেন বাড়ি ফেরার উদ্দেশ্যে ৷ যদিও কেন্দ্র বর্তমানে রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রম করার অনুমতি না দেওয়ায় বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details