দিল্লি, 24 জুন : নতুন ওষুধটি কোরোনা চিকিৎসার কাজে ব্যবহৃত হবে বলে একবারও জানায়নি পতঞ্জলি আয়ুর্বেদ ৷ আজ এই তথ্য জানালেন উত্তরাখণ্ডের এক আধিকারিক ৷ যোগগুরু রামদেব দাবি করেছেন, এই ওষুধ কোরোনামুক্ত করবে ৷ কিন্তু, আজ উত্তরাখণ্ডের এক আধিকারিক জানান, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কাশি ও জ্বর থেকে সুস্থ করার জন্য তৈরি ওষুধের লাইসেন্স চেয়েছিল ওই কম্পানি ৷ সেখানে কোরোনার কথা উল্লেখ ছিল না ৷
পতঞ্জলির তরফে গতকাল একটি কোরোনা কিটের উদ্বোধন করা হয় ৷ তার মধ্যে "কোরোনিল" ও "স্বাসরি" নামে দু'টি ওষুধও রয়েছে ৷ রামদেব দাবি জানিয়েছেন, এই ওষুধের ট্রায়ালের সময় 100 শতাংশ সাফল্য মিলেছে ৷
কিন্তু, এই ওষুধ চালু করার পরই কেন্দ্রীয় সরকারের তরফে পতঞ্জলিকে বিজ্ঞাপন দিতে বারণ করা হয় ৷ বলা হয়, যতদিন না সরকারের তরফে এটির পরীক্ষা করা হয়, ততদিন যেন বিজ্ঞাপন বন্ধ থাকে ৷ আয়ূষমন্ত্রকের তরফে এই ওষুধের উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয় পতঞ্জলির কাছে ৷ এছাড়া, গবেষণার ফলাফল, যে হাসপাতালে এই গবেষণা হয়েছে তার বিবরণ, এই কম্পানিকে ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির তরফে অনুমতি দেওয়া হয়েছিল কি না এবং এই কম্পানিটির ক্লিনিকাল ট্রায়ালের জন্য রেজিস্টার আছে কিনা এই বিষয়গুলি সম্পর্কেও জানতে চায় আয়ূষমন্ত্রক ৷