মুম্বই, 14 জুন : নাইজেরিয়ার লাগোস থেকে মুম্বই ফিরছিলেন । কিন্তু দেশের মাটিতে আর পা রাখা হল না । আকাশপথেই প্রাণ হারালেন বছর 42-এর এক যাত্রী । বন্দে ভারত মিশনের তৃতীয় পর্যায়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরছিলেন তিনি । এয়ার ইন্ডিয়ার তরফে মৃত্যুর কারণ স্বাভাবিক বলে জানানো হয়েছে ।
এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, " লাগোস থেকে মুম্বইগামী AI 1906 বিমানে এক যাত্রীর স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে । বিমানে থাকা এক চিকিৎসক ও বাকি বিমানকর্মীরা মিলে অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি । বিমানে থাকা ওই চিকিৎসক, আকাশপথেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন । আজ ভোর 3.45 নাগাদ বিমানটি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসকরাও এই ব্যক্তির দেহ পরীক্ষা করে দেখেন । যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর, নিয়ম মাফিক ওই ব্যক্তির দেহ হাসপাতালে পাঠানো হয়েছে । মৃত যাত্রীর পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে ও বিমানটিকে যথাযথভাবে জীবাণুনাশকের জন্য পাঠানো হয়েছে ।"
যদিও এয়ার ইন্ডিয়ার তরফে দাবি করা হচ্ছে ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়েছে, তবে কোরোনা নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে বিমানে যাত্রীর মৃত্যু ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে ।