পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বছরের শেষ চন্দ্রগ্রহণের সাক্ষী ভারত - moon

ভারতীয় সময় রাত 1টা 31 মিনিটে গ্রহণ শুরু হয় । গ্রহণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় রাত 3টে নাগাদ ।

বছরের শেষ আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী ভারত

By

Published : Jul 17, 2019, 6:03 AM IST

Updated : Jul 17, 2019, 6:42 AM IST

দিল্লি, 17 জুলাই : গুরুপূর্ণিমার চাঁদে পড়ল পৃথিবীর আংশিক ছায়া । সেই দৃশ্যের সাক্ষী থাকল ভারত । এটাই ছিল এবছরের শেষ চন্দ্রগ্রহণ । ভারতীয় সময় রাত 1টা 31 মিনিটে গ্রহণ শুরু হয় । গ্রহণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় রাত 3টে নাগাদ । তখন চাঁদের অর্ধেকেরও বেশি অংশ ঢাকা পড়ে যায় পৃথিবীর ছায়ায় । ভারত ছাড়াও এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এই গ্রহণ দেখা গেছে ।

সূর্য ও চাঁদের মাঝে চলে এলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে । এই মহাজাগতিক ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয় । পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয় । সবসময় পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যায় না । তখন চাঁদের একটা অংশের উপর ছায়া পড়ে ও শুধুমাত্র সেই অংশটাই কালো দেখায় । এই ঘটনাকে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ । এর আগে জানুয়ারি মাসে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলেও ভারত থেকে তা দেখা যায়নি ।

গতরাতে রীতি মেনে অনেকেই গ্রহণ শুরুর আগে স্নান করেন । বদলে যায় বারাণসীর দশাশ্বমেধ ঘাটের আরতির সময়ও । গতকাল দিনের বেলাতেই সম্পন্ন হয় আরতি ।

Last Updated : Jul 17, 2019, 6:42 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details