দিল্লি, 3 সেপ্টেম্বর : 2014 ও 2019-এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জেতে BJP । ক্ষমতায় আসে গেরুয়া শিবির । এই বিপুল ভোটে জয় ও ক্ষমতায় আসার পিছনে সোশাল মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে বলে মনে করছে বিরোধীরা । অনেকেই বলছেন, 2014-য় লোকসভা নির্বাচনের আগে ফেসবুক থেকে বেশ কয়েকটি পেজও মুছে ফেলা হয়েছিল যা BJP বিরোধী কথা বলেছে । এই নিয়ে রীতিমতো সরগরম নেটদুনিয়া । রাজনৈতিক ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এবার ফেসবুক ইন্ডিয়ার প্রধান অজিত মোহনকে জিজ্ঞাসাবাদ করল সংসদীয় প্যানেলের সদস্যরা । এক্ষেত্রে আবার কংগ্রেসের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে ।
গতকাল প্রায় দু'ঘণ্টা ধরে অজিত মোহনকে জিজ্ঞাসাবাদ করা হয় । প্যানেলে উপস্থিত ছিলেন সরকার- বিরোধী উভয় পক্ষের সাংসদরা । সূত্রের খবর, BJP-র তরফে অভিযোগ তোলা হয়, ফেসবুকের ইন্ডিয়ার কয়েকজন আধিকারিকের সঙ্গে কংগ্রেস যোগ রয়েছে এবং তাঁরা কংগ্রেসের হয়ে কাজ করেছে । বিরোধীদের তরফে আবার পালটা অভিযোগ তোলা হয়, বিদ্বেষমূলক কথা, কমেন্ট, ভিডিয়ো এখনও কেন ফেসবুকের তরফে ডিলিট করা হল না ।
সূত্রের খবর, অজিত মোহনকে দুই পক্ষের প্রতিনিধিরাই প্রশ্ন করেছেন । মোট 90 টি প্রশ্ন তাঁকে করা হয় । যার কয়েকটির উত্তর তাঁকে লিখিতভাবে দিতে হয়েছে । কয়েকটির মৌখিকভাবে । 2011-র বিধানসভা নির্বাচনের আগে কেরালা কংগ্রেসের সঙ্গেও সমঝোতার অভিযোগ তুলে তাঁকে প্রশ্ন করা হয় । শুধু এই নয়, ফেসবুকের ফ্য়াক্ট চেকিং নিয়েও যেসব সংস্থা কাজ করে তারাও কংগ্রেস ও বামপন্থী মনোভাবাপন্ন বলে অভিযোগ তোলে BJP ।