দিল্লি, 18 জানুয়ারি : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের নতুন সুরক্ষাবিধি নিয়ে বিতর্ক অব্যাহত ৷ এই বিতর্কের মাঝে পরিবর্তন বিভ্রান্তির জেরে ইতিমধ্যেই অনেকে ঝুঁকেছেন অন্য মেসেজিং অ্যাপে ৷ সারা বিশ্বব্যাপী এই বিতর্কের মাঝেই 21 জানুয়ারি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ফেসবুক ও টুইটার আধিকারিকদের সোশাল মিডিয়ার অপব্যবহার প্রতিরোধে ফেসবুক ও টুইটারের পক্ষ থেকে বিশেষ কী ব্যবস্থা নেওয়া হবে তা জানার জন্য তলব করেছে ৷
লোকসভা সচিবালয়ের নোটিস অনুযায়ী, প্যানেলের মূল উদ্দেশ্য নাগরিক অধিকার সুরক্ষা ,সোশাল মিডিয়া বা অনলাইন নিউজ় মিডিয়া প্লাটফর্মের অপব্যবহার প্রতিরোধ , বিশেষত ডিজিটাল প্লাটফর্মে নারী সুরক্ষা প্রভৃতি সংক্রান্ত বিষয়ে ফেসবুক ও টুইটার প্রতিনিধিদের মন্তব্য শোনা ৷ 31 সদস্যবিশিষ্ট তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির নেতৃত্বে আছেন কেরালার তিরুবনন্তপুরম আসনের লোকসভা সংসদ শশী থারুর। সভা শুরু হবে 21 জানুয়ারি বিকেল 4 টা থেকে ৷