চণ্ডীগড়, 25 জানুয়ারি : 5 বছরের শিশুকে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত কিশোরকে যাবজ্জীবন সাজা দিল পাঞ্চকুলার আদালত ৷
2019 সালের মে মাসে বেসরকারি স্কুলের পিছনের ফাঁকা জমিতে শিশুটিকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত 17 বছরের তরুণকে 18 জানুয়ারি আদালত দোষী সাব্যস্ত করে৷ শিশুটির মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করে ওই প্রতিবেশী কিশোর৷ পরিবারের লোকজন শিশুটিকে বাড়িতে খুঁজে না পেয়ে বাড়ির আশপাশে তল্লাশি শুরু করে ৷ ফাঁকা জমিতে শিশুটির দেহ দেখতে পায়৷
শুক্রবার ,অতিরিক্ত সেশন জাজ নরেন্দ্র সুরা অপরাধীর সাজা ঘোষণা করেন৷
রায়দান করার সময় বিচারক বলেন, ''এটি অত্যন্ত ঘৃণ্য ঘটনা এধরনের জঘন্য অপরাধীর প্রতি কোনও সহমর্মিতা থাকা উচিত নয়৷'' তিনি বলেন, ''সমাজে এখনও মেয়েরা হিংস্রতা ও বর্বরতার স্বীকার৷ সমাজের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য আছে৷ POCSO আইনের 302 এবং 376-A IPC তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷
অপরাধীকে 20 বছরের সশ্রম কারাদন্ড ও 40,000 টাকা জরিমানা করা হয়েছে ৷ বর্তমানে অভিযুক্তের বয়স যেহেতু 18 বছরের কম তাই তাঁকে আম্বালার হোমে রাখা হবে 18 বছর পেরোনোর আগে অবধি ৷ এরপর তাকে সোনিপতের বিশেষ হোমে স্থানান্তরিত করা হবে ৷ 21 বছর বয়সের পর আম্বালা সেন্ট্রাল জেলে তাকে রাখার আদেশ দিয়েছেন বিচারক ৷
তিনি বলেন, 5 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনাকে ''বিরল থেকে বিরলতম'' বলে উল্লেখ করেছেন ৷ অপরাধীর বয়স বিবেচনা করে এবং আগে কোনও অপরাধের রেকর্ড না থাকায় সে জামিনের আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে ৷