- অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত 3 ৷ এই নিয়ে সেখানে মোট 135 জনের শরীরে মিলল কোরোনার হদিস ৷
লকডাউন নবম দিন : ধারাভিতে সংক্রমিত বেড়ে 2
ছবি
16:26 April 02
দিল্লি, 2 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তর সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেকারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ তার নবম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -
15:21 April 02
- ধারাভিতে সংক্রমিত আরও এক ৷ তিনি মুম্বই পৌরনিগমের নিকাশি কর্মী ৷
13:50 April 02
- দিল্লির নিজ়ামুদ্দিন এলাকা সংক্রমণমুক্ত করছে দিল্লি পুলিশ ৷ নিজ়ামুদ্দিনের ওই ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে শুধুমাত্র রাজধানীতেই সংক্রমিত 29 ৷ সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷
- চিকিৎসকের অনুমতিসাপেক্ষে মদের বিক্রির আবেদন রেখেছিল কেরালা সরকার, তার উপর তিন সপ্তাহের স্থগিতাদেশ দিল কেরালা হাইকোর্ট ৷
13:20 April 02
- ভদোদরায় কোরোনায় মৃত এক ৷ এই নিয়ে গুজরাতে মৃতের সংখ্যা বেড়ে হল সাত ৷ সংক্রমিত মোট 87 ৷
- ইন্দোরে নতুন করে সংক্রমিত 12 ৷ মধ্যপ্রদেশে মোট কোরোনায় সংক্রমিত 98 ৷
- নিজ়ামুদ্দিনে ধর্মীয় সমাবেশে গেছিল, কর্নাটকের এমন 11 জনের শরীরে মিলল ভাইরাসের সংক্রমণ ৷কর্নাটকে মোট সংক্রমিত 121 ৷
11:26 April 02
- নিজ়ামুদ্দিনে ধর্মীয় সমাবেশ যোগ দিয়েছিল, রামেশ্বরমে এমন 17 জনের শরীরে পাওয়া গেল ভাইরাসের হদিস ৷
- রাজস্থানের আলওয়াড়ে কোরোনায় সংক্রমিত হয়ে 85 বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু ৷
11:00 April 02
- কোরোনা মোকাবিলায় ত্রাণ সামগ্রী বিতরণের কাজে বাড়ছে চাপ ৷ চাপ কমাতে অস্থায়ী নিয়োগ করতে চলেছে NCC ৷
10:56 April 02
- পঞ্জাবের হোশিয়ারপুরে নতুন করে সংক্রমিত ব্যক্তি ৷ এই নিয়ে পঞ্জাবে সংক্রমণ বেড়ে হল 47 ৷
10:53 April 02
- অন্ধ্রপ্রদেশে নতুন করে কোরোনায় সংক্রমিত আরও 21 ৷ সংক্রমণের সংখ্যা বেড়ে হল 132 ৷
10:11 April 02
- কোরোনা মোকাবিলায় কম খরচে ভেন্টিলেটর বানানোর কাজ করছে পুণের এক বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ররা ৷
10:02 April 02
- নিজ়ামুদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিল এমন 36 জনকে শনাক্ত করে কোয়ারান্টাইনে পাঠালো রাজস্থান সরকার ৷
- নিজ়ামুদ্দিনের তবলিঘি জামাতে উপস্থিত 13 জনকে শনাক্ত কর মোরেদাবাদ পুলিশ ৷ এরা সকলেই অসমের বাসিন্দা বলে জানা গেছে ৷
09:53 April 02
- লকডাউনে অভিনব উদ্যোগ কর্নাটক পুলিশের নাগেনাহল্লি পুলিশ চেকপোস্টের সামনে রাস্তাজুড়ে লেখা রয়েছে, "আপনি যদি রাস্তায় আসেন, আমরা তবে আপনার বাড়ি যাব ৷"
- লকডাউনের মাঝে চাপের মুখে কেরালার মুন্নারের স্ট্রবেরি ও গাজর চাষিরা ৷ বাজার বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর কিনছে না স্ট্রবেরি ৷
09:16 April 02
- লকডাউন অমান্য করায় কড়া ব্যবস্থা নিচ্ছে অসম পুলিশ ৷
- লকডাউনের সময়ে অভিভাবকদের থেকে বেতন নেওয়ার দিন সাময়িকভাবে পিছিয়ে দেওয়ার জন্য বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল ৷
Last Updated : Apr 2, 2020, 4:28 PM IST