পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউন : সারাদিনে 45 কোটি টাকার মদ বিক্রি কর্নাটকে - Lockdown Exteneded

ছবি
ছবি

By

Published : May 4, 2020, 10:48 AM IST

Updated : May 4, 2020, 9:44 PM IST

21:39 May 04

দিল্লি, 4 মে : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয় দফায় সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করা হয়েছিল । তৃতীয় দফায় তা আরও দু'সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র । লকডাউনের আজ 41 তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • মধ্যপ্রদেশে কোরোনায় নতুন করে সংক্রমিত 106 ।
  • মুম্বই পৌরনিগম এলাকায় শেষ 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত 510 । মারা গেছে 18 জন ।
  • বিগত 48 ঘণ্টায় নতুন কোনও সংক্রমণ নেই ঝাড়খণ্ডে ।
  • মদের দোকান খুলতেই প্রথম দিনেই কর্নাটকে বিক্রি হল 45 কোটি টাকার মদ ।
  • উত্তরপ্রদেশে নতুন করে 121 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।
  • শেষ 24 ঘণ্টায় গুজরাতে সংক্রমিত 376 ।
  • ধারাভিতে আজ নতুন করে সংক্রমিত 42 ।
  • জম্মু ও কাশ্মীরে আজ 25 জনের শরীরে মিলল ভাইরাসের সংক্রমণ ।
  • হরিয়াণায় নতুন করে কোরোনায় সংক্রমিত 75 জন ।
  • শেষ 24 ঘণ্টায় পঞ্জাবে 132 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

10:25 May 04

  • ওড়িশায় 29 বছর বয়সি এক যুবতির শরীরে মিলল ভাইরাসের হদিস ।

10:24 May 04

  • রাজস্থানে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে চারজনের । নতুন করে সংক্রমিত হয়েছে 123 জন ।

10:23 May 04

লকডাউন আংশিক শিথিল, খুলল সেলুন
  • স্বাস্থ্যমন্ত্রকের পরিবর্তিত নির্দেশিকা মেনে বিজয়ওয়াড়ায় খুলল সেলুন ।

10:22 May 04

ফিরছে কর্মতৎপরতা
  • মহারাষ্ট্রের নাসিকে কাজে ফিরছে সাধারণ মানুষ ।

10:21 May 04

মদের দোকানের বাইরে বাড়ছে লাইন
  • বেঙ্গালুরুতে এক মদের দোকানের বাইরে ক্রেতাদের লম্বা লাইন ।

10:20 May 04

রাজধানীতে মদের দোকানের বাইরে লাইন
  • দিল্লির লক্ষ্মীনগর এলাকায় মদের দোকানের বাইরে বাড়ছে লাইন ।

10:20 May 04

  • 4 মে সকাল 9 টা পর্যন্ত মোট 11 লাখ 7 হাজার জনের সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে । জানাল ICMR ।

09:18 May 04

  • পানাজিতে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে খুলল সেলুন ।
Last Updated : May 4, 2020, 9:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details