- তামিলনাড়ুতে নতুন করে সংক্রমিত 77 । এই নিয়ে সেখানে মোট সংক্রমণ বেড়ে হল 911 ।
লকডাউনের 17 দিন : পঞ্জাবে লকডাউন 1 মে পর্যন্ত - লকডাউন
20:51 April 10
দিল্লি, 10 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । আজ সেই লকডাউনের সপ্তদশতম দিন । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -
20:50 April 10
- ত্রিপুরায় সংক্রমিত আরও এক । এই নিয়ে সেখানে সংক্রমণ বেড়ে হল দুই ।
20:49 April 10
- পঞ্জাবে লকডাউনের সময়সীমা বাড়িয়ে 1 মে পর্যন্ত করা হল । ওড়িশার পর এবার পঞ্জাবও একই পথে হাটল ।
20:48 April 10
- গুজরাতে নতুন করে সংক্রমিত 70 । এই নিয়ে সেখানে সংক্রমণ বেড়ে হল 378 ।
20:47 April 10
- দিল্লিতে নতুন করে সংক্রমিত 183 । এদের মধ্যে নিজ়ামউদ্দিন থেকে সংক্রমিত হয়েছে 154 জন ।
20:44 April 10
- অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত 16 । এই নিয়ে সেখানে সংক্রমণ বেড়ে হল 381 ।
12:00 April 10
- ভোপালে দুই জুনিয়র চিকিৎসকের শরীরে মিলল ভাইরাসের হদিস ।
11:59 April 10
- জয়পুরের এক পুলিশ আধিকারিকেরে শরীরে মিলল ভাইরাসের হদিস ৷
10:06 April 10
- মহারাষ্ট্রের স্বরাষ্ট্রসচিবকে জোর করে ছুটিতে পাঠানো হল । তাঁর বিরুদ্ধে লকডাউন নিয়ম অবমাননা করার অভিযোগ রয়েছে ।
10:03 April 10
- তিরুবনন্তপুরমের সেইন্ট জোসেফ মেট্রোপলিটান ক্যাথিড্রালে বাতিল হল গুড ফ্রাইডে-র অনুষ্ঠান ।
- ভদোদরায় নতুন করে সংক্রমিত 21 ।
10:03 April 10
- বিহারে সংক্রমণ বেড়ে 60 ।
- মুম্বইয়ের দাদর এলাকায় নতুন করে সংক্রমিত 3 । এদের মধ্যে দু'জন নার্সও রয়েছে ।
- জম্মু ও কাশ্মীরের টিকরিতে মৃত মহিলার সংস্পর্শে আসা চারজনের শরীরে মিলল ভাইরাসের হদিস ।
10:03 April 10
- ঝাড়খণ্ডে কোরোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 40 ।
10:03 April 10
- জয়পুরে মৃত আরও এক মহিলা । তিনি জয়পুরের SMS মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।
10:02 April 10
- সুনসান দিল্লির সদর বাজার এলাকা । সংক্রমণ রুখতে সিল করে দেওয়া হয়েছিল এলাকটি ।
09:49 April 10
- মুম্বই থেকে বায়ুসেনার বিশেষ বিমানে PPE কিটের কাঁচামাল পাঠানো হচ্ছে বেঙ্গালুরুতে ।