পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতীয় সেনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের চেষ্টা, রাজস্থানে গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর - Detective of Pakistani intelligence agency ISI caught in Barmer

ওই ব্যক্তি সোশাল মিডিয়ার মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছিল বলে অভিযোগ ।

Rajasthan
রাজস্থানে গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর

By

Published : Oct 24, 2020, 1:40 PM IST

বার্মার (রাজস্থান) , 24 অক্টোবর : রাজস্থানের বার্মের থেকে গ্রেপ্তার করা হল এক পাকিস্তানি গুপ্তচরকে। ভারতের সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সে পাকিস্তানে পাঠাচ্ছিল। তাকে গ্রেপ্তার করে রাজস্থান পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) ও CID-CB ।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-র গুপ্তচরবৃত্তির অভিযোগে গোয়েন্দা সংস্থা প্রথমে তাকে আটক করে । সে সীমান্ত অঞ্চলে শ্রমিকের কাজ করছিল । অভিযোগ , ওই ব্যক্তি সোশাল মিডিয়ার মাধ্যমে সীমান্ত পেরিয়ে সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছিল । গোয়েন্দা ও সুরক্ষা সংস্থাগুলি তাকে বার্মের জেলার বিজরাল থানা থেকে হেপাজতে নেয় । পরে তাকে জয়পুর নিয়ে যাওয়া হয় । পুলিশ ওই সন্দেহভাজনের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট পরীক্ষায় ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত বেশ কিছু তথ্য পায় । যা সে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে পাঠাচ্ছিল ।

এর আগে রাজস্থানের জয়সলমের জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে 36 বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল । ওই ব্যক্তি সাম এলাকার বাসিন্দা নবাব খান । প্রাথমিক তদন্তে জানা যায় , সে গুপ্তচরবৃত্তির কাজে জড়িত এবং একটি জিপ চালকের কাজ করছিল । অতিরিক্ত ডিরেক্টর জেনেরাল (গোয়েন্দা) উমেশ মিশ্র বলেছিলেন , টাকার বিনিময়ে নবাব খান পাকিস্তানে হোয়াটস অ্যাপের মাধ্যমে 'কোডেড' তথ্য শেয়ার করত ।

সম্প্রতি সোশাল মিডিয়া গুপ্তচরদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে । যার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শত্রু বাহিনীর কাছে পাঠানো হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details