সাম্বা, 15 জুলাই : কাশ্মীরের সাম্বায় পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করল BSF । আজ ভোর রাতে সাম্বার সীমান্ত ফাঁড়ির কাছে ওই ব্যক্তিকে ভারতে প্রবেশ করতে দেখে BSF জওয়ানরা । তাকে সতর্ক করা হলেও সে নির্দেশ শোনেনি । তারপরই গুলি চালায় BSF ।
কাশ্মীরে BSF -এর গুলিতে খতম পাকিস্তানি অনুপ্রবেশকারী - intruder shot dead in Samba
কাশ্মীরের সাম্বায় পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করল BSF । আজ ভোররাতে সে ভারতে ঢুকে পরে বলে জানা গেছে ।
ছবিটি প্রতীকী
BSF সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সাম্বা জেলার রামগড় সেক্টরের দিক থেকে ভারতে প্রবেশ করেছিল । তার বয়স প্রায় 60 । BSF -এর গুলিতে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই ব্যক্তির । তার দেহটি এখন সাম্বার এস এম পুর BSF ফাঁড়িতে রাখা আছে । দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গেছে ।
ওই ব্যক্তি পাকিস্তানের সাধারণ নাগরিক না কি কোনও জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।